দুই বিসিএসে সবচেয়ে কম চাকরি সিলেটে, বেশি ঢাকায়

সরকারি কর্ম কমিশন
সরকারি কর্ম কমিশন  © ফাইল ছবি

৪১তম ও ৪৩তম বিসিএসে চাকরি পাওয়ার ক্ষেত্রে পিছিয়ে রয়েছে সিলেট বিভাগ। আর সবচেয়ে এগিয়ে আছে ঢাকা বিভাগ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগ। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ৪১তম বিসিএসে ঢাকা বিভাগ থেকে চাকরি পেয়েছেন প্রায় ২১ শতাংশ প্রার্থী। আর সবচেয়ে কম সিলেটে সাড়ে তিন শতাংশের সামান্য বেশি। এ ছাড়া চট্টগ্রামের প্রার্থীদের চাকরি হয়েছে প্রায় সাড়ে ১৮ শতাংশ। পাশাপাশি রাজশাহী ও খুলনা বিভাগ থেকে ১৫ শতাংশ, রংপুর ১৩ শতাংশ, ময়মনসিংহ সাড়ে ৯ শতাংশ এবং বরিশালে ৫ দশমিক ১৭ শতাংশ।

আরো পড়ুন: ঢাবির লাইব্রেরিতে দিনে পড়তেন আইনের বই রাতে মোবাইল ল্যাপটপ চুরি, অতপর...

একইভাবে ৪৩তম বিসিএসে ঢাকা বিভাগ থেকে ২২ শতাংশ, চট্টগ্রাম ১৭ শতাংশ, রাজশাহী ১৫ শতাংশ, খুলনা ১৩ শতাংশ, রংপুর ১৩ দশমিক ৫৫ শতাংশ, ময়মনসিংহ ১০ শতাংশ, বরিশালে প্রায় ৭ শতাংশ এবং সিলেটে ২ দশমিক ৩১ শতাংশ। 

দুই বিসিএসের মধ্যে ৪৩তমতে সিলেটে চাকরি আরো কমেছে। ঢাকায় বাড়লেও কমেছে চট্টগ্রামে। তবে বরিশাল, ময়মনসিংহ ও রংপুরে কিছুটা বেড়েছে। ৪৩তম বিসিএসে ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে ও ৬৪২ জন নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। 


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!