চাকরির আবেদনের বয়স ৩৫ করা রাজনৈতিক নয়, অর্থনৈতিক বিষয়: অধ্যাপক পারভেজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ আগস্ট ২০২৩, ০৯:১২ AM , আপডেট: ২৭ আগস্ট ২০২৩, ০৯:২৮ AM
চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন চাকরিপ্রার্থীরা। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে ইতিবাচক সিদ্ধান্ত আসেনি। এবার এ দাবির যৌক্তিকতা তুলে ধরলেন অর্থনীতিবিদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ আহসানুল আলম পারভেজ।
ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে অধ্যাপক সৈয়দ আহসানুল আলম লিখেছেন, ‘সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ করা রাজনৈতিক নয়, অর্থনৈতিক ব্যবস্থাপনার বিষয়। সবার সমর্থন পেলে আমি বাস্তবায়নের দায়িত্ব নেব।’
শনিবার রাতে অধ্যাপক অধ্যাপক ড. সৈয়দ আহসানুল আলম স্ট্যাটাসটি দেওয়ার পর প্রায় দেড় হাজার প্রতিক্রিয়া পড়েছে। এতে ৩৪৭ কমেন্টের পাশাপাশি ২২৭টি শেয়ার হয়েছে। অধিকাংশ কমেন্টে এমন অবস্থানের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন চাকরিপ্রার্থীরা।