বাংলাদেশ ব্যাংকের এডি পদে লিখিত পরীক্ষার ফল প্রকাশ

বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক  © সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (জেনারেল) পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।সোমবার (২৭ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৬৮০ জন। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ২ মে শুরু হবে। পরীক্ষা চলবে ১৪ মে পর্যন্ত। প্রতিদিন ৬০ প্রার্থীর মৌখিক পরীক্ষা নেওয়া হবে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের মূল ভবনে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: রাবিতে এমফিল-পিএইচডি প্রোগ্রামে ভর্তি, পাবেন ফেলোশিপও।

মৌখিক পরীক্ষার জন্য নতুনভাবে প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার ইন্টারভিড কার্ড হিসেবে গণ্য হবে।

মৌখিক পরীক্ষার জন্য নির্ধারিত সময়ে প্রার্থীদের অবশ্যই রিপোর্ট করতে হবে। বিলম্বে হাজির হওয়ার কোনো কারণই কর্তৃপক্ষের কাছে গ্রহণযোগ্য হবে না।

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নাম্বর ও মৌখিক পরীক্ষার সময়সূচি দেখতে ক্লিক করুন এখানে


সর্বশেষ সংবাদ