সমন্বিত ৯ ব্যাংকে অফিসার নিয়োগের প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১৬,৮৯২
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ মার্চ ২০২৩, ০২:৩৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২২ AM
ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত সমন্বিত ৯ ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের ২০২০ সালভিত্তিক অফিসার (জেনারেল) পদের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) বাংলাদেশ ব্যাঙকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সমন্বিত নয়টি ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের দশম গ্রেডের অফিসার (জেনারেল) ১০ম গ্রেড (JOB ID 10147) এর ১ হাজার ৭৬৩টি পদের বিপরীতে প্রিলিমিনারি পরীক্ষায় ১৬ হাজার ৮৯২ জন উত্তীর্ণ হয়েছেন।
উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা আগামী ৩১ মার্চ ২০২৩ তারিখ শুক্রবার সকাল ১০টা হতে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা সিটি কর্পোরেশনের এলাকাভুক্ত বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার জন্য নতুন প্রবেশপত্র দেওয়া হবে না। প্রিলিমিনারি পরীক্ষার প্রবেশপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র হিসেবে বিবেচিত হবে।
আরও পড়ুন: পরীক্ষার পরের দিন সহকারী জজ নিয়োগের প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০৮২।
লিখিত পরীক্ষার কেন্দ্র, আসনবিন্যাস ও পরীক্ষাসংক্রান্ত নির্দেশনা যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, সংশ্লিষ্ট ব্যাংকের ওয়েবসাইট ও জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর দেখতে ক্লিক করুন এখানে।