বার কাউন্সিলের মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশ

০৪ জানুয়ারি ২০২৩, ০৩:৪৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩২ PM
বাংলাদেশ বার কাউন্সিল

বাংলাদেশ বার কাউন্সিল © ফাইল ফটো

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তির (এনরোলমেন্ট) মৌখিক পরীক্ষার তারিখ প্রকাশিত হয়েছে। আজ বুধবার এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৭ সেপ্টেম্বরে বাংলাদেশ বার কাউন্সিলের এনরোলমেন্ট লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ১২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে।

বাংলাদেশ বার কাউন্সিলের সচিব ড. ওয়াহিদুজ্জামান শিকদার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৮ ও ২০২১ সালের এনরোলমেন্ট মৌখিক পরীক্ষার যেকোনটিতে অনুত্তীর্ণ কিংবা অংশগ্রহণে ব্যর্থ যেসব প্রার্থী বিভি মোতাবেক আসন্ন মৌখিক পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী তাদের অনলাইনে ফরম পূরণ ও করণীয় সর্ম্পকে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

এছাড়া মৌখিক পরীক্ষার সিডিউল ও পরীক্ষার্থীদের করণীয় সর্ম্পকে বিস্তারিত তথ্যও পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। 

প্রসঙ্গত, গত ১৭ জুন এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ প্রার্থীরা গত ১৭ সেপ্টেম্বর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল ১০ হাজার ২৫৭ জন পরীক্ষার্থী।

এদিকে, গত ৮ ডিসেম্বর লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল ৫ হাজার ২০৯ জন পরীক্ষার্থী। লিখিত পরীক্ষা দিয়েছিলেন ১৩ হাজার ৯৪৫ জন পরীক্ষার্থী।

আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয় তিন ধাপে। নৈর্ব্যক্তিক, লিখিত ও মৌখিক। কোনো পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তিনি তিনবার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন।

বিএনপিতে যোগ দিলেন পাঁচ শতাধিক সনাতনী ধর্মাবলম্বী
  • ২৭ জানুয়ারি ২০২৬
রংপুর মহানগর যুবদলের শীর্ষ তিন নেতাকে শোকজ
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদের পর ভোটকেন্দ্র দখল-সীল মারার পরিকল্পনা করছে একটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাংলাদেশী সাংবাদিকদের এক্রিডিটেশন দেয়নি আইসিসি
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঢাবিতে নৈতিক ও মানবিক মূল্যবোধ বিষয়ক কোর্স চালুর ব্যাপারে ম…
  • ২৬ জানুয়ারি ২০২৬