ইসলামী বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, বেতন সর্বোচ্চ ৬৭ হাজার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ নভেম্বর ২০২২, ০৯:৪৬ AM , আপডেট: ০৭ নভেম্বর ২০২২, ০৯:৪৬ AM
সম্প্রতি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের দুটি বিভাগে শিক্ষক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদেনের শেষ সময় আগামী ২৩ নভেম্বর।
পদের নাম: প্রভাষক
বিভাগ: ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স
পদসংখ্যা: ০২টি
যোগ্যতা: এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় মোট জিপিএ ৯.০০। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.৫০ থাকতে হবে।
বেতন: মাসিক বেতন ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা (গ্রেড ৯)।
পদের নাম: সহকারী অধ্যাপক
বিভাগ: ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স
পদসংখ্যা: ০১টি
যোগ্যতা: এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় মোট জিপিএ ৯.০০। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.৫০ থাকতে হবে। প্রভাষক হিসেবে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: মাসিক বেতন ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা (গ্রেড ৬)।
পদের নাম: সহকারী অধ্যাপক
আরও পড়ুন: এসএসসি পাসে প্রযুক্তি মন্ত্রণালয়ে চাকরির সুযোগ, বয়স সর্বোচ্চ ৩০
বিভাগ: মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম
পদসংখ্যা: ০১টি
যোগ্যতা: এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় মোট জিপিএ ৯.০০। সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.৫০ থাকতে হবে। প্রভাষক হিসেবে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: মাসিক বেতন ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা (গ্রেড ৬)।
আবেদন যেভাবে: শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, অন্যান্য প্রশংসাপত্রের সত্যায়িত কপি, নম্বরপত্র ও সম্প্রতি তোলা পাসপোর্ট আকারের তিন কপি ছবিসহ আট সেট আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনে সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে এই লিংকে।
আবেদন ফি: রেজিস্ট্রার অফিস থেকে আবেদনপত্র সংগ্রহ করলে আবেদন ফি বাবদ ১ হাজার টাকা অথবা অনলাইনে আবেদনপত্র সংগ্রহ করলে আবেদন ফি বাবদ ১ হাজার ১০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।