ঢাকাকে নতুনভাবে জানাবে এম মামুনের ‘আদি অন্তে ঢাকা’

এম মামুন হোসেনের লেখা বই ‘আদি অন্তে ঢাকা’।
এম মামুন হোসেনের লেখা বই ‘আদি অন্তে ঢাকা’।  © সংগৃহীত

ঢাকাকে কতটুকু জানি? ঢাকাকে কতটুকু চিনি? ঢাকায় থাকতে হলে ঢাকাকে চিনতে হবে, জানতে হবে- এমনটা নয়। তবে ঢাকাকে নতুনভাবে চেনাতে জানাতে এবারের বই মেলায় বেরিয়েছে ‘আদি অন্তে ঢাকা’ নামক একটি বই। এ নিয়ে অনেকটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন বইটির লেখক এম মামুন হোসেন।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) অমর একুশে গ্রন্থমেলায় এ বইটি নিয়ে এসেছে অনিন্দ্য প্রকাশনী। বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ।

আরও পড়ুন: মেডিকেলে ভর্তি আবেদন শুরু ২৮ ফেব্রুয়ারি

ঢাকা হয়তো ইস্তাম্বুল, এথেন্স, বাগদাদ, রোম, লাহোর কিংবা দিল্লির মতো প্রাচীন নগরী নয়। কিন্তু ঢাকার পরতে পরতে নানা উপাখ্যান। কালের আবর্তনে ঢাকার আয়তন বাড়লেও বায়ান্ন বাজার তেপ্পান্ন গলির শহরের পরিচিতি আজও রয়ে গেছে। অলিগলির নামকরণ নিয়ে প্রচলিত আছে অনেক জনশ্রুতি, আবার কোনো কোনোটি সম্পর্কে রয়েছে সুস্পষ্ট ঐতিহাসিক তথ্য।

এছাড়াও নামের সঙ্গে অনেক এলাকার এখন আর কোনো মিল নেই। ‘আদি অন্তে ঢাকা’-এ বইয়ে ঢাকাকে নিয়ে আছে অজানা এক কাহিনি। এসব অজানা কাহিনী ও তথ্য জানতে হলে পড়তে হবে এম মামুন হোসেনের লেখা এ বইটি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence