বইমেলায় আবু সাঈদের প্রথম উপন্যাস ‘আত্মহত্যা’র মোড়ক উন্মোচন

  © টিডিসি ফটো

অমর একুশে বইমেলায় নবীন লেখক ও  ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের প্রথম উপন্যাস ‘আত্মহত্যা’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানে মোড়ক উন্মোচন মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী মোস্তাক গাউসুল হক।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি বলেন, এই বয়সে সে (সাঈদ) যে সাহসটা দেখিয়েছে, এইটা একটা বিশাল ব্যাপার। এরা যদি না আসে তাহলে আমরা কোথায় যেতাম? আমরা আরও অন্ধকারে তলিয়ে যেতাম। একটা ছেলে বা মেয়ে এই বয়সে সে কলম হাতে তুলে নিয়েছে এবং সাহিত্য চর্চার চেষ্টা করছে, এটাকেই আমরা উৎসাহ করি না কেন? আমি সাঈদকে দোয়া করি, আশির্বাদ করি, সে যেন কলম হাতে নিয়ে এগিয়ে যায়।

লেখক সাঈদ তার প্রথম উপন্যাস সম্পর্কে বলেস, সামাজিক অসঙ্গতিগুলোকে আমরা খুব স্বাভাবিকভাবে মেনে নিচ্ছি, যত বড় অপরাধ বা অসংগতি হোক না কেন আমরা কোন প্রতিবাদ না করে চুপ থেকে মেনে নিচ্ছি যে এমনই হবে। যা আমি আমার উপন্যাসের মূল চরিত্র শামসের জীবনীর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।


সর্বশেষ সংবাদ