শারীরিক প্রতিবন্ধীদের বইমেলা ঘুরে দেখাবে ‘সুইচ ফাউন্ডেশন’

মেলা ঘুরে দেখছেন এক শারীরিক প্রতিবন্ধী
মেলা ঘুরে দেখছেন এক শারীরিক প্রতিবন্ধী  © টিডিসি ফটো

অমর একুশে গ্রন্থমেলা-২০২০ দেখতে আগ্রহী শারীরিক প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করেছে মানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন’। মেলা দেখতে আগ্রহী শারীরিক প্রতিবন্ধীকে নিয়ে যাবে একজন সংগঠনটির একজন স্বেচ্ছাসেবক। যতক্ষণ তার বইমেলা দেখা শেষ হবে না ততক্ষণ তাকে পুরো প্রাঙ্গণ ঘুরে দেখাবেন ওই স্বেচ্ছাসেবক।

এরিমধ্যে কাজ শুরু করেছে ‘সুইচ বাংলাদেশ ফাউন্ডেশন। শারীরিক প্রতিবন্ধীদের সেবা প্রদানের জন্য নিয়মিত কাজ করছে যাচ্ছে প্রায় ১৫ জন স্বেচ্ছাসেবক। হুইল চেয়ার রয়েছে ১৫টি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পূর্বপাশে সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকার আগে রোডের পাশে হুইল চেয়ার ও স্বেচ্ছাসেবক নিয়ে অবস্থান করতে দেখা যায় সংগঠনটির স্বেচ্ছাসকরা।

সংগঠনটির সভাপতি ইয়াকুব নবী ও সাধারণ সম্পাদক মইনুল ফয়সালের সাথে কথা বলে জানা যায়, এ সংগঠন পাঁচ বছর ধরে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ‘অমর একুশে গ্রন্থমেলা’ দেখতে আগ্রহী শারীরিক প্রতিবন্ধীদের সেবার উদ্দেশ্যে এ উদ্যোগের কথা জানিয়েছেন তারা।

সংগঠনটির সঙ্গে কারা কাজ করছে জানতে চাইলে মইনুল ফয়সাল বলেন, আমাদের সংগঠনে স্বেচ্ছাসেবক হিসেবে ঢাকা, জগন্নাথ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন।

সুইচ ফাউন্ডেশনের সহযোগিতায় মেলা ঘুরে আসা শারীরিক প্রতিবন্ধী বিএম মশিউর রহমান বলেন, এ সংগঠনের এ মহতী উদ্যোগের কারণে আমি বইমেলা ঘুরে দেখতে অক্ষম হওয়া সত্ত্বেও তারা আমার জন্য এটা সহজ করে দিয়েছে। সেজন্য আমি এ সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ সকল স্বেচ্ছাসেবকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

বই ঘুরে দেখার অনুভূতি জানতে চাইলে তিনি জানান, আমার অত্যন্ত ভালো লেগেছে। আমার সাধ্যের বাইরে একটি কাজ আমি সম্পন্ন করতে পেরেছি।


সর্বশেষ সংবাদ