বই মেলায় নুর, রাশেদের নিয়ে লেখা বই ‘ভিনদেশি তারা’
- রবিউল ইসলাম শুভ
- প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২০, ১০:৫৫ AM , আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২০, ০১:৩০ PM
আজ রবিবার বাংলা একাডেমি চত্বরে শুরু হচ্ছে মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা। প্রতি বছর ভাষার মাসের প্রথম দিন থেকে বইমেলা শুরু হলেও এবার সিটি নির্বাচনের জন্য একদিন পর দ্বার খুলছে মেলা প্রাঙ্গণের। সারা বছরের নীরব বাংলা একাডেমি প্রাঙ্গণ আজ আবার বই প্রেমীদের পদচারণায় সরব হয়ে উঠবে। বরাবরের মতো এবারো মেলা আয়োজন করছে বাংলা একাডেমি। তবে কিছুটা ভিন্ন সুরে। এদেশের জাতিসত্তা ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষের প্রতীক বাংলা একাডেমি’র ষাট বছরপূর্তি হীরকজয়ন্তী যুক্ত হয়ে মেলায় সৃষ্টি হচ্ছে নতুনতর মাত্রা। আর নব্য লেখকেদের জন্য ফুষ্পটিত হওয়ার সুযোগ!
‘আলোকায়ন’ প্রকাশনি থেকে প্রকাশিত হচ্ছে সৃজনশীল লেখা “ভিনদেশি তারা” বইটি। বইটি লিখেছেন উদীয়মান লেখক মোঃ জাহিদুল ইসলাম। বইটিতে কোটা সংস্কার আন্দোলনে নুরুল হক নুরের উপর হামলার ঘটনা নিয়ে লেখা হয়েছে। কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলনের নিপীরনের ঘটনাও প্রকাশ পেয়েছে “ভিনদেশি তারা” বইটিতে। অনাবিল বাংলাদেশ বিনির্মানে ছাত্র সমাজের প্রতি নুর রাশেদের আহ্বান নিয়ে লেখাও প্রকাশ পেয়েছে। তাছাড়া সাত কলেজের আন্দোলনে চোখ হারানো সিদ্দিকের কান্না,রোহিঙ্গাদের আর্তনাদ,ধর্ষিত বোনের আহাজারি, জাতীয় রাজনৈতিক নেতাদের কথা,দেশপ্রেম, প্রকৃতি প্রেম, রোমান্টিক প্রেম, বিরহ, শরতের প্রকৃতি, বর্ষার প্রকৃতি ও ফুটে ওঠেছে ‘ভিনদেশি তারা’ বইয়ে। বইটি আসন্ন অমর একুশে বই মেলায় সোহরাওয়ার্দী উদ্যানে ৫৬৬ নং দোকানে আলোকায়ন প্রকাশনিতে পাওয়া যাবে।
উল্যেখ্য, রেওয়াজ অনুযায়ী দেশের সরকারপ্রধান হিসেবে প্রধানমন্ত্রী এ বইমেলার উদ্বোধন করে থাকেন। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আজ রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য উদ্বোধনী অনুষ্ঠান। বিকেল পাঁচটার পর সাধারণ দর্শক-পাঠকের জন্য খুলে যাবে মেলার দরজা। সেখানেই ‘আলোকায়ন’ প্রকাশনি থেকে প্রকাশিত হচ্ছে সৃজনশীল লেখা “ভিনদেশি তারা” বইটি পাওয়া যাবে।