দেরিতে শুরু হলেও সময় বাড়ানোর সুযোগ নেই বইমেলার

৩০ জানুয়ারি ২০২০, ০৬:৪২ PM

© টিডিসি ফটো

ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের কারণে এবার অমর একুশে গ্রন্থমেলা একদিন দেরিতে শুরু হলেও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর প্রস্তুতির কারণে সময় বাড়ানো হবে না। ২৯ ফেব্রুয়ারিই শেষ হবে বইমেলা। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী এ বিষয়ে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘এবারের বইমেলা একদিন পেছালেও আগামী ৩ মার্চ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি অনুষ্ঠান আছে। তাই এবারের বইমেলা ২৯ ফেব্রুয়ারির মধ্যেই শেষ করতে হবে, পেছানোর কোনো সুযোগ নেই।’

আগামী ২ ফেব্রুয়ারি বিকাল তিনটায় বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে মেলা পরিদর্শন করবেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কেএম খালিদ, শুভেচ্ছা বক্তব্য রাখবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবু হেনা মোস্তফা কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান।

একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী বলেন, এবাবের বইমেলা হবে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ বইমেলা। মুজিববর্ষ উপলক্ষে এবারের বইমেলা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করা হচ্ছে। অনুষ্ঠান মঞ্চের আলোচনার বিষয়ও হচ্ছে বঙ্গবন্ধুকে নিয়ে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, বিকাশের চিফ মার্কেটিং অফিসার মীর নওবত আলী, ক্রস ওয়াক কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচারক এমএ মারুফ প্রমুখ।

দুই আলেম ও বিএনপির বিদ্রোহী প্রার্থী, ত্রিমুখী লড়াইয়ে সিলে…
  • ৩১ জানুয়ারি ২০২৬
ফিল্ড অফিসার নিয়োগ দেবে রেড ক্রিসেন্ট সোসাইটি, আবেদন শেষ ৭ …
  • ৩১ জানুয়ারি ২০২৬
হরিণাকু্ন্ডু উপজেলা সমিতির নতুন সভাপতি ড. এম এ মজিদ, সম্পাদ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
কুবি ভর্তি পরীক্ষায় মোবাইলসহ ধরা, উত্তরপত্র ছিনিয়ে নেওয়ার চ…
  • ৩১ জানুয়ারি ২০২৬
পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসলেন সর্বমিত্র চাকমা
  • ৩১ জানুয়ারি ২০২৬
পে-স্কেলের প্রজ্ঞাপনের দাবিতে নতুন কর্মসূচিতে যাচ্ছেন এমপিও…
  • ৩১ জানুয়ারি ২০২৬