চার লেখকের হাতে বাংলা একাডেমি পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সাথে মঞ্চে পুরস্কারপ্রাপ্তরা
প্রধানমন্ত্রীর সাথে মঞ্চে পুরস্কারপ্রাপ্তরা

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০১৮ প্রাপ্ত চারজন লেখকের হাতে পুরস্কার তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেন তিনি। এসময় তিনি ‘সিক্রেট ডকুমেন্ট অব ইনটেলিজেন্ট ব্রাঞ্চ অন ফাদার অব দ্য নেশন’ বইয়ের দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন করেন।

পুরস্কারপ্রাপ্তরা হলেন- কবিতায় কাজী রোজি, কথা সাহিত্যে মুহিত কামাল, প্রবন্ধ গবেষণায় সৈয়দ মোহাম্মদ শাহেদ, মুক্তিযুদ্ধ গবেষণায় আফসান চৌধুরী।

গত ২৮ জানুয়ারি বিকালে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। একাডেমীর মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন। এ বছর দশটি বিভাগ থেকে চার বিভাগে চারজনকে পুরস্কার প্রদান করা হয়। বিজয়ীদের প্রত্যেকে পেলেন সম্মাননা, ক্রেস্টসহ নগদ দুই লক্ষ টাকা।

 


সর্বশেষ সংবাদ