অমর একুশে গ্রন্থমেলা

ধর্ম অবমাননা ও উস্কানিমূলক বই পেলেই কঠোর ব্যবস্থা

৩১ জানুয়ারি ২০১৯, ০৩:১৮ PM

© সংগৃহীত

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় ও সাম্প্রদায়িক উস্কানি থাকবে এমন বই বিক্রি নিষিদ্ধ রয়েছে। এমন বই প্রকাশ করলে প্রকাশক-লেখকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া। বাংলা একাডেমিতে অমর একুশে গ্রন্থমেলার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে ব্রিফিংয়ে আছাদুজ্জামান মিয়া মঙ্গলবার দুপুরে এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, সাম্প্রদা‌য়িক আঘাত ও ধর্মীয় উস্কা‌নিমূলক কোন বই প্রকাশ না কর‌তে প্রকাশক‌দের নি‌ষেধ ক‌রে দেওয়া হ‌য়েছে। কেউ যাতে এ ধরনের বই বিক্রি করতে না পারে সেজন্য নজরদারি হিসেবে বাংলা একাডেমি সার্ভিলেন্স টিম মাঠে থাকবে।এ ছাড়াও পুলিশও নজরদারি করবে। এ ধরনের বই পেলে বিক্রেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, অমর একুশে বইমেলা উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও ডিএমপি নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে। এবারের বইমেলায় বাংলা একাডেমিতে প্রবেশের জন্য দুইটি এবং বের হওয়ার জন্য একটি পৃথক গেট করা হয়েছে। এ ছাড়াও মেলার সোহরাওয়ার্দী উদ্যানের অংশে প্রবেশ এবং বের হওয়ার জন্য তিনটি প্রবেশ ও তিনটি বের হওয়ার গেট করা হবে।

প্রতিটি গেটে আর্চওয়ে থাকবে। মেটাল ডিটেক্টর দিয়ে আগতদের দেহ তল্লাশি করে মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে দেয়া হবে। এ ছাড়াও মেলা প্রাঙ্গণের বাইরে বাশের আউটার কর্ডন করা হবে যাতে অপ্রত্যাশিত কোনও ব্যক্তি নিরাপত্তা বিঘ্নিত করতে না পারে।

আছাদুজ্জামান মিয়া বলেন, মেলা প্রাঙ্গণে থাকবে পুলিশের ওয়াচ টাওয়ার এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবে পুলিশের বিশেষায়িত বাহিনী-সোয়াট এবং বোম্ব ডিসপোজাল ইউনিট। তিনি বলেন, কোনও লেখক, প্রকাশক থে‌কে শুরু ক‌রে কারও বাড়‌তি নিরাপত্তার প্র‌য়োজন হ‌লে তা দেওয়া হবে।এক্ষেত্রে ক‌ন্ট্রোল রু‌মে জানা‌লে তার নিরাপত্তার ব্যবস্থা করা হ‌বে। 

তি‌নি আরও ব‌লেন, দো‌য়েল চত্ত্বর, শাহবাগ, নীল‌ক্ষেত ও বক‌শিবাজার এলাকায় ডিএম‌পির ব‌হি:বেষ্টনী এবং পু‌রো এলাকার ভেতর অন্তঃ:বেষ্টনী থাক‌বে। ই‌তিমধ্যে গো‌য়েন্দা কার্যক্রম শুরু করা হ‌য়েছে। প্রস্তুত আছে সোয়াট,ডগ স্কোয়াড ও বোম্ব ডিস‌পোজাল ইউ‌নিটও। মেলা এলাকায় ছিনতাইকারী ও প‌কেটমার প্র‌তি‌রো‌ধে ডিএম‌পির মোবাইল টিম কাজ কর‌বে বলেও জানান তিনি।

এছাড়া কারও চো‌খে স‌ন্দেহজনক কিছু প‌ড়লে তা ক‌ন্ট্রোল রু‌মে জানাতে এবং প্র‌তি‌টি স্ট‌লে অ‌গ্নি নির্বাপক রাখতে অনুরোধ জানান তিনি।

গাজীপুরে আইএসইউ’র এইচএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের সং…
  • ১৬ জানুয়ারি ২০২৬
আইইএলটিএস ছাড়াই আবেদন করা যাবে যেসব স্কলারশিপে
  • ১৬ জানুয়ারি ২০২৬
স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিস উদ্বোধন শেষে ফেরার পথে ব…
  • ১৬ জানুয়ারি ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, আবেদন শেষ ৩১ জানুয়ারি
  • ১৬ জানুয়ারি ২০২৬
‘নির্বাচনে লস হবে এনসিপির, এমনকি নাহিদ ইসলাম রিস্কে পড়ে গেল’
  • ১৬ জানুয়ারি ২০২৬
জাতীয় নির্বাচনের পর ৫০তম বিসিএস পরীক্ষার দাবি
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9