অমর একুশে বইমেলার তৃতীয় দিনে ভিড়ের সঙ্গে বেড়েছে বিক্রিও

দর্শনার্থী-পাঠকের ঢল নামে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে
দর্শনার্থী-পাঠকের ঢল নামে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে  © টিডিসি ফটো

বইমেলার তৃতীয় দিনও ছিল সাপ্তাহিক ছুটির দিন। আর এ ছুটির দিনে নগরীর নানান প্রান্ত থেকে দর্শনার্থী-পাঠকের ঢল নামে বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান প্রাঙ্গণে। দর্শনার্থী-পাঠকের এমন উপস্থিতিতে বিক্রিও হয়েছে বেশ, সন্তোষ প্রকাশ করেছেন প্রকাশনা সংশ্লিষ্টরা। 

শুক্রবারের তুলনায় দুপুরে মেলা প্রাঙ্গণে উপস্থিতি ছিল কিছুটা কম। তবে বিকেল থেকে বাড়তে থাকে ভিড়, সন্ধ্যার পর এ ভিড় আরও বাড়ে। আগতদের মধ্যে অনেকেই কিনছিলেন বই, আবার কেউ কেউ স্টল ঘুরে ঘুরে তৈরি করছিলেন পছন্দের বইয়ের তালিকা।

কয়েকজন বন্ধুসহ রাজধানীর মতিঝিল থেকে মেট্রোরেলে চড়ে বইমেলায় এসেছিলেন ব্যাংক কর্মকর্তা সালমান। তিনি জানান, ছোটবেলা থেকেই মেলায় আসি। প্রতিবার পাঁচ থেকে ছয়বার মেলায় আসা হয়। আজকে শওকত আলির 'নাড়াই' ও রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি বইয়ের পকেট ভার্সনটা কিনেছি। মেলা ঘুরে ঘুরে দেখছি সে অনুসারে একটা পছন্দের বইয়ের একটা তালিকাও তৈরি করছি।

শনিবার সকাল ১১টায় খুলে মেলার দুয়ার। বেলা এগারোটা থেকে ১টা পর্যন্ত ‘শিশু প্রহরে’ পুরোটা সময় ছিল শিশুদের সরব উপস্থিতি। এবারের বইমেলায় শিশু চত্বরটি রমনা কালী মন্দির গেটের ডান দিকে বড় পরিসরে রাখা হয়েছে। শিশুপ্রহরে বাবা মায়ের হাত ধরে মেলার শিশু চত্বর  প্রাঙ্গণে ঘুরে বেড়ায় শিশুরা। সিসিমপুরের ইকরি, মিকরি, হালুম ও শিকুদের সাথে নেচে, গেয়ে , ছবি তুলে পুরো সময়টা মাতিয়ে রাখে মেলা প্রাঙ্গণ। 

শিশুতোষ বইয়ের প্রকাশনী ময়ূরপঙ্খির স্বত্বাধিকারী চন্দনার মুখেও ছিল মেলা নিয়ে সন্তুষ্টির কথা। তিনি বলেন, বিক্রি ভালোই হচ্ছে। অন্যবারের তুলনায় এবার শুরু থেকেই মেলায় দর্শনার্থী-পাঠকের ভিড় বেশি। সেক্ষেত্রে মেট্রোরেলের একটা বড় প্রভাব আছে বলে আমার কাছে মনে হচ্ছে।

অবসর প্রকাশনীর ম্যানেজার মাসুদ রানা বলেন, মেলায় প্রচুর সমাগম হচ্ছে। মেলার প্রথমদিকে তো পাঠকরা সাধারণত সবকিছু ঘুরে ঘুরে দেখে, সে হিসেবে বিক্রিও মোটামুটি ভালোই। আমরা থ্রিলার, অনুবাদ, মননশীল প্রবন্ধ, গবেষণামূলক বই বের করি। ক্রেতাদের মধ্যে অনুবাদ ও থ্রিলার জনরার বইয়ে আগ্রহ বেশি।

ক্রেতা আরিফুর রহমান জানান, বিশ্ববিদ্যালয় পড়ার সময় থেকেই বইমেলায় নিয়মিত আসা হত। এবার শুরুতে এসে দেখছি কি কি বই বের হল। সে অনুসারে বইকেনার একটা তালিকা তৈরি করছি।

বাংলা অ্যাকাডেমির তথ্যকেন্দ্র থেকে প্রাপ্ত বইয়ের তালিকা অনুসারে বইমেলার তৃতীয় দিনে নতুন বই এসেছে ৭৪টি। এছাড়া শনিবার বিকেল ৪:০০ টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় দ্বিশত জন্মবার্ষিকী শ্রদ্ধাঞ্জলি মাইকেল মধুসূদন দত্ত শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে মুহম্মদ নূরুল হুদা'র সভাপতিত্বে প্রবন্ধ উপস্থাপন করেন রফিক উল্লাহ খান। এছাড়া আলোচনায় অংশগ্রহণ করেন খসরু পারভেজ এবং হোসনে আরা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence