রাবি পিডিএফ শাখার সভাপতি সোহাগ, সম্পাদক সৌরভ

রাবি পিডিএফ শাখার সভাপতি সোহাগ, সম্পাদক সৌরভ
রাবি পিডিএফ শাখার সভাপতি সোহাগ, সম্পাদক সৌরভ  © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ফিজিক্যালি-চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর ২৪ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান সোহাগ সভাপতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. আব্দুর রহিম সৌরভ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বুধবার (০১ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি মো. মিজানুর রহমান কিরন এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটির তালিকা প্রকাশ করেন।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শাকিল আহমেদ ও মনোরমা গুপ্তা শ্রাবণী, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন মাহিন ও সাদিয়া শফিক, অর্থ সম্পাদক তাজ ইসলাম, সাংগঠনিক সম্পাদক ইকরামুল হক মামুন ও রেজাউনুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, কমিউনিকেশন সম্পাদক লতা আক্তার, ছাত্র কল্যাণ সম্পাদক ফাহিমা আক্তার খুশি, পলিসি এন্ড অ্যাডভোকেসি সম্পাদক মোছা: খাইরুন নাহার সুপ্ত।

গবেষণা ও উন্নয়ন সম্পাদক সুমন চন্দ্র, প্রোগ্রাম ব্যবস্থপণা সম্পাদক মো. বায়জিদ খান, তথ্য প্রযুক্তি সম্পাদক জসিম উদ্দিন রানা, ক্রীড়া সম্পাদক প্রসেনজিৎ টিগ্গা, সাংস্কৃতিক সম্পাদক আলফাজ উদ্দিন, সরবরাহ সম্পাদক আব্দুল কুদ্দুস, স্বেচ্ছাসেবক ব্যবস্থপণা সম্পাদক আজাদ আল ইনরান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আল শাহিন, কর্পোরেট নেটওয়ার্কিং সম্পাদক কানিজ ফাতিমা রুমা, বার্তা সম্পাদক হাবিবা আক্তার।

আরও পড়ুন: ভিসি অফিসে ভাঙচুরের পর শাটলের চাবি নিয়ে গিয়েছিল ছাত্রলীগ

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছে হুমাইরা জাহান মিম ও আল-আমিন হোসাইন রিজভী।

উল্লেখ্য, পিডিএফ প্রতিবন্ধী শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ার লক্ষ্যে ২০০৮ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রতিষ্ঠিত হয়। এরই ধারাবাহিকতায় ২০১০ সালে রাবিতে প্রতিষ্ঠা লাভ করে পিডিএফ। একই লক্ষ্যে ঢাবি, জাবি এবং জবিতেও কাজ করে যাচ্ছে সংগঠনটি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence