অধ্যাপক আলিমউল্যা মিয়ানের জীবন অবলম্বনে ‘স্বপ্ন ছাড়িয়ে যাওয়া মানুষ’

বইয়ের মোড়ক উন্মোচন
০৫ মার্চ ২০২২, ০৭:২৭ PM
মোড়ক উন্মোচন অনুষ্ঠান

মোড়ক উন্মোচন অনুষ্ঠান © টিডিসি ফটো

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পথিকৃৎ অধ্যাপক ড. এম আলিমউলা মিয়ানের জীবন অবলম্বনে ইমদাদুল হক মিলন রচিত ‘স্বপ্ন ছাড়িয়ে যাওয়া মানুষ’ বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। একুশে বইমেলা উপলক্ষে আজ শনিবার (৫ মার্চ) বিকেলে একাডেমির আবদুল করিম সাহিত্য বিশারদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, একুশে পদকপ্রাপ্ত জনপ্রিয় কথাসাহিত্যিক ও স্বপ্ন ছাড়িয়ে যাওয়া মানুষ বইয়ের রচয়িতা ইমদাদুল হক মিলন, বাংলাদেশ ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্ট রিসার্চের মহাপরিচালক, মোনায়েম সরকার এবং রোটারি ইন্টারন্যাশনাল এর সাবেক ডিস্ট্রিক গভর্নর রোটারিয়ান এসএএম শওকত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব।

আরও পড়ুন: বই বিতরণ উৎসবের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ানের জীবন অবলম্বনে স্বপ্ন ছাড়িয়ে যাওয়া মানুষ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইইউবিএটির উপ উপাচার্য অধ্যাপক ড. হামিদা আখতার বেগম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন বইটির লেখক ইমদাদুল হক মিলন।

অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ান এর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন আইইউবিএটির অ্যালামনাই জনাব হামিমুর রহমান, রোটারি ক্লাব অব গ্রেটার ঢাকার প্রাক্তন সভাপতি রোটারিয়ান জনাব ফারুকুল ইসলাম এবং আইইউবিএটি এর রেজিষ্টার অধ্যাপক লুৎফর রহমান।

অনুষ্ঠানে অধ্যাপক ড. এম আলিমউল্যা মিয়ান এর আত্মীয়স্বজন, বন্ধুমহল, সহকর্মী, শিক্ষার্থী, শুভাকাঙ্খী এবং আইইউবিএটির শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন অনুষ্ঠানে আগত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন আইইউবিএটির পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. জাহিদ হোসাইন (অব.)।

অধ্যাপক ড. আলিমউল্যা মিয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ইনিস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) পরিচালক ছিলেন। বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অগ্রদূত ও দূরদর্শী চিন্তার সূচনায় ছিলেন তিনি। তারই ধারাবাহিকতায় ১৯৯১ সালে তিনি প্রতিষ্ঠা করেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি-আইইউবিএটি, যা দেশের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়।

গণঅধিকার পরিষদের এক প্রার্থীর মনোনয়ন পুনর্বহাল
  • ২৪ জানুয়ারি ২০২৬
ফজলুর রহমানের নির্বাচনী জনসভায় চেয়ার ছোড়াছুড়ি
  • ২৪ জানুয়ারি ২০২৬
দায়িত্ব পেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব: জামায়াত আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভোট চুরি ঠেকাতে ১১ ফেব্রুয়ারি থেকে পাহাড়ায় থাকার আহ্বান রুম…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভারতের অধিকাংশ পণ্যের জিএসপি সুবিধা স্থগিত করল ইইউ
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইউনিটপ্রধানদের কর্মস্থল ছাড়তে লাগবে আইজিপির অনুমতি
  • ২৪ জানুয়ারি ২০২৬