বই পড়লে কল্পনার জগৎ তৈরি হয়: ডেপুটি স্পিকার

০৫ অক্টোবর ২০১৯, ০৮:৪০ PM

বই পড়ার বিকল্প নেই উল্লেখ করে শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়ার পরামর্শ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া।

শনিবার (৫ অক্টোবর) দুপুরে গাইবান্ধা সদরের রাধাকৃষ্ণপুর এসকেএস ইনে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘আশা’ আয়োজিত মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ পরামর্শ দেন।

ডেপুটি স্পিকার বলেন, কল্পনা না থাকলে মানুষ কখনো বড় হতে পারে না। আর বই পড়লে সেই কল্পনার জগৎ তৈরি হয়। তাই শিক্ষার্থীদের সব ধরনের বই পড়তে হবে। পাঠ্য বইয়ের বাইরে বিভিন্ন বিষয়ের ওপর লেখা ‘আউট’ বই পড়তে হবে।

আশা কেন্দ্রীয় কার্যালয়ের অ্যাডভাইজার (অপারেশন) ফয়জার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গাইবান্ধার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোছা. রোখছানা বেগম ও জেলা পুলিশ সুপার (এসপি) মুহম্মদ তৌহিদুল ইসলাম।

অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন- আশার উপদেষ্টা ফয়জার রহমান, পরিচালক হামিদুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে ২০১৯ সালে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৩৮ জন কৃতী শিক্ষার্থীর মধ্যে প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট তিন লাখ ৮০ হাজার টাকা বৃত্তি দেওয়া হয়।

মিয়ানমারে বিয়ে ও অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বিমান হামলা, …
  • ২৪ জানুয়ারি ২০২৬
স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কের নেতৃত্বে ৩ শতাধিক নেতাকর্মীর জা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
রাজবাড়ীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রার্থীর সমর্থ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
গ্রীনল্যান্ডে পেঙ্গুইনের সঙ্গে হাঁটছেন ট্রাম্প, এআই ছবি প্র…
  • ২৪ জানুয়ারি ২০২৬
​মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার আমিনুল হকের
  • ২৪ জানুয়ারি ২০২৬
ইঞ্জিনের ত্রুটিতে চাঁদপুরে আটকে মেঘনা এক্সপ্রেস, দুর্ভোগে য…
  • ২৪ জানুয়ারি ২০২৬