ইবি উপাচার্য
তৃতীয় নয়ন মানুষের জীবনকে আলোকিত করে তোলে
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৫৬ PM , আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৫৬ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী বলেছেন, ‘মানুষের নয়ন দুইটি, কিন্তু যারা নিয়মিত বই পড়েন তাদের নয়ন হচ্ছে তিনটি। আর এই তৃতীয় নয়নটি একজন মানুষের জীবনকে আলোকিত করে গড়ে তোলো।’ মঙ্গলবার জাতীয় গ্রন্থগার দিবস ২০১৯ উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় বই পড়ার প্রতি সকলকে উৎসাহ প্রদানের উদ্দেশ্যে উপাচার্য বলেন, ‘জ্ঞানার্জনের পাশাপাশি আনন্দ-বিনোদনের জন্যেও প্রতিটি মানুষের উচিত বই পড়া। এর মধ্য দিয়ে গ্রন্থ হয়ে উঠুক মানুষের জীবন চলার একটি দিকদর্শন। আর গ্রন্থাগার হয়ে উঠুক আমাদের সমাজ জীবনের সবচেয়ে পবিত্র স্থান।’
‘গ্রন্থাগারে বইপড়ি, আলোকিত মানুষ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের আয়োজনে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) আতাউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ প্রমুখ।
এর আগে সকাল ১০টায় উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের ডায়না চত্বর ও ড. এম এ ওয়াজেদ মিয় বিজ্ঞান ভবন প্রদক্ষিণ করে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় গ্রন্থগারের সামনে গিয়ে শেষ হয়।
এসময় র্যালিতে বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার, ফেস্টুন ও প্লাকর্ড প্রদর্শন করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইবি ল্যাবরেটরি স্কুল অ্যন্ড কলেজের শিক্ষার্থীরা।