‘গণ মেডিকেল সেবা’ দিচ্ছে দক্ষিণ চরতী গণপাঠাগার

গণ মেডিকেল সেবা
গণ মেডিকেল সেবা  © টিডিসি ফটো

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১নং চরতী ইউনিয়নের দক্ষিণ চরতী গণপাঠাগারের উদ্যোগে ‘গণ মেডিকেল সেবা’ শীর্ষক স্বাস্থ্যসেবামূলক কার্যক্রমের শুভ উদ্বোধন হয়েছে। গত শুক্রবার (২৫ এপ্রিল) এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়।

এই উদ্যোগের আওতায় প্রতি মাসের শেষ শুক্রবার একজন এমবিবিএস চিকিৎসক সাধারণ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন। প্রথম দিনেই মোট ২৬ জন নারী ও পুরুষ এই সেবা গ্রহণ করেছেন।

চিকিৎসা সেবা প্রদান করেছেন ডাক্তার আবু হুরাইরা হানিফ। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী এবং বর্তমানে রাজধানীর এলাইট হাসপাতালে আবাসিক চিকিৎসক হিসেবে কর্মরত আছেন। মেডিসিন, শিশুরোগ, বাত-ব্যথা, ডায়াবেটিস এবং চর্মরোগে তাঁর রয়েছে বিশেষ দক্ষতা ও অভিজ্ঞতা।

দক্ষিণ চরতী গণপাঠাগারের পক্ষ থেকে জানানো হয়, গ্রামের দরিদ্র মানুষেরা অনেক সময় অর্থাভাবে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন না। তাই জনসাধারণের জন্য সুলভ ও মানসম্পন্ন চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

জানা গেছে, দক্ষিণ চরতী গণপাঠাগার প্রতি বছরই বৃক্ষরোপণ কর্মসূচি, শিক্ষা উপকরণ বিতরণ, মেডিকেল ক্যাম্পসহ নানা সামাজিক ও মানবিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে।

পাঠাগারের দাতা সদস্য মুহাম্মদ জায়েদ বলেন, ‘দক্ষিণ চরতী গণপাঠাগার নিছক একটি পাঠাগার হয়ে থাকবে না। এটি হবে একটি পূর্ণাঙ্গ গণপাঠাগার কমপ্লেক্স, যেখানে থাকবে জিমনেসিয়াম, সেমিনার রুম, ইনডোর গেমস, উন্নত মেডিকেল সুবিধা, কম্পিউটার ল্যাব, ল্যাংগুয়েজ ক্লাব ইত্যাদি।’

এই মেডিকেল সেবার তদারকির দায়িত্ব পালন করছেন আরেক দাতা সদস্য মুহাম্মদ আনিসু রহমান। তিনি বলেন, ‘আমাদের এই উদ্যোগটি সাধারণ মানুষ খুব ইতিবাচকভাবে গ্রহণ করেছে। আমরা চাই, চরতী হবে দক্ষিণ চট্টগ্রামের একটি মডেল ইউনিয়ন। যেখানে ধর্ম-বর্ণ-শ্রেণি নির্বিশেষে সবাই মিলেমিশে থাকবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে একটি আদর্শ গ্রাম গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’

স্থানীয়রা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং দক্ষিণ চরতী গণপাঠাগারকে ধন্যবাদ জানিয়েছেন এ ধরনের সমাজমুখী কার্যক্রম গ্রহণের জন্য।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence