পাঠ্যবইয়ে ভাসানীর জীবনী অর্ন্তভুক্তির দাবি

২৩ অক্টোবর ২০২৪, ০১:৩৯ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM
পাঠ্যবইয়ে ভাসানীর জীবনী অর্ন্তভুক্তির দাবিতে মানববন্ধন

পাঠ্যবইয়ে ভাসানীর জীবনী অর্ন্তভুক্তির দাবিতে মানববন্ধন © সংগৃহীত

সপ্তম থেকে নবম শ্রেণির পাঠ্যপুস্তকে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর জীবনী অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে ভাসানী অনুসারি পরিষদ নামে একটি সংগঠন। একইসঙ্গে পঞ্চম ও অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে ভাসানীর জীবনী প্রত্যাহারের প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির নেতারা। 

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সপ্তম থেকে নবম শ্রেণির পাঠ্যপুস্তকে ভাসানীর জীবনী অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করে পরিষদের ঢাকা মহানগর কমিটি।  

তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ২০২৪ সালে পঞ্চম ও অষ্টম শ্রেণির পাঠ্যবই থেকে মওলানা ভাসানীর জীবনী বাদ দিয়েছিল। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। একইসঙ্গে সপ্তম থেকে নবম শ্রেণির পাঠ্যপুস্তকে মজলুম জননেতার জীবনী পুনরায় অন্তর্ভুক্ত করার দাবি জানাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এ দাবি রাইল। আশা করি দাবি পূরণে ড. মো. ইউনুস ও তার শিক্ষা মন্ত্রণালয় ভূমিকা রাখবে। 

তারা আরও বলেন, মওলানা ভাসানী শুধু বাংলাদেশের নেতা ছিলেন না, তিনি ছিলেন বিশ্ব নেতা। তাকে ছোট করে দেখার সুযোগ নেই। 

হাসিনা আপার কর্মী-সমর্থকদের জানাতে চাই, আমরা আছি আপনাদের পা…
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রতিষ্ঠার দুই যুগেও মাভাবিপ্রবিতে নেই নিজস্ব মন্দির, খোলা …
  • ২৪ জানুয়ারি ২০২৬
কিছু মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়ে…
  • ২৩ জানুয়ারি ২০২৬
‘ফ্যাসিস্ট আমলে জাতীয়তাবাদী আদর্শের যারা নিয়োগ পেয়েছে, তারা…
  • ২৩ জানুয়ারি ২০২৬
নাহিদের আসনে আচরণবিধি লঙ্ঘন করে পোস্টার সাঁটানোর অভিযোগ বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
ঢাবি উপাচার্যের জগন্নাথ হল পূজামণ্ডপ পরিদর্শন
  • ২৩ জানুয়ারি ২০২৬