সিদ্ধেশ্বরী গার্লস কলেজে শুরু হল ‘ক্লাসের ফাঁকে বইমেলা’
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ জুলাই ২০১৮, ০৭:৩৮ PM , আপডেট: ২৮ জুলাই ২০১৮, ১১:৪৩ PM
সিদ্ধেশ্বরী গার্লস কলেজ ক্যাম্পাসে শুরু হয়েছে ‘ক্লাসের ফাঁকে বইমেলা-২০১৮’। এই বইমেলার উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সহসভাপতি ও জিটিভি এবং সারাবাংলা ডট নেটের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা।
এছাড়াও কথাসাহিত্যিক মোশতাক আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্য দেন আহমদ পাবলিকেশন্স-এর কর্ণধার মেজবাহউদ্দিন আহমদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিদ্ধেশ্বরী গার্লস কলেজের গভর্নিং বডির সভাপতি এসএম মাহমুদ।
এ বইমেলায় দেশের শীর্ষস্থানীয় ২৫টি প্রকাশনা সংস্থা অংশগ্রহণ করছে। তিন দিনব্যাপী এই বইমেলা চলবে ৩০ জুলাই পর্যন্ত, প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত।
বইমেলার উদ্বোধক ও প্রধান অতিথি ড. রফিকুল ইসলাম বলেন, ‘আজ এ প্রতিষ্ঠানে বইমেলার আয়োজন করা হয়েছে। এটি সত্যিই প্রশংসনীয় উদ্যোগ। এই মেলায় বাংলা ভাষার কেমন ব্যবহার হচ্ছে তা আমি জানি না। তবে শ্রেণিকক্ষে ভাষার কেমন ব্যবহার হচ্ছে তা অবশ্যই শিক্ষককে খেয়াল রাখতে হবে।’
বর্তমান সময়ে বাংলা ও ইংরেজি ভাষা মিশিয়ে ভাষা বিশ্রী করার যে প্রবণতা তার তীব্র সমালোচনা করেন তিনি। তিনি বলেন, ভাষা বিকৃতির প্রধান মাধ্যম ফেসবুক। এজন্য নবীন শিক্ষার্থীদের তিনি এ বিষয়ে সচেতন হওয়ার আহ্বান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি সৈয়দ ইশতিয়াক রেজা বলেন, ‘নবীনদের অবশ্যই মানুষের কল্যাণে কাজ করার প্রতিজ্ঞা করতে হবে। যথার্থ ভালো মানুষ হতে হবে তাদের। এজন্য অবশ্যই বই পড়তে হবে। বই পড়ার অভ্যাস করতে হবে।’
আরেক বিশেষ অতিতি জনপ্রিয় কথাসাহিত্যিক মোশতাক আহমেদ এ ধরনের আয়োজনের জন্য কলেজ কর্তৃপক্ষকে বিশেষভাবে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘এ ধরনের আয়োজন যত বেশি হবে আমাদের তরুণ-তরুণীরা তত সত্যিকারের মানুষ হিসেবে গড়ে উঠবে।’
কলেজের অধ্যক্ষ কানিজ মাহমুদা আকতার প্রথমবারের মতো এ ধরনের আয়োজন করতে পেরে সন্তোষ প্রকাশ করেন। তিনি মেলায় অংশ নেওয়া প্রকাশকদের ধন্যবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন তার প্রতিষ্ঠানে এ ধরনের বইমেলা ভবিষ্যতেও আয়োজন করা হবে।
অনুষ্ঠানের সভাপতি কলেজ গর্ভনিং বডির সভাপতি এসএম মাহমুদ অতিথিদের ধন্যবাদ জানান। তিনি শিক্ষার্থীদের বই পড়ার ওপর জোর দিয়ে বলেন, ‘এই মেলা পাঠাভ্যাস তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের পক্ষে আহমদ পাবলিকেশন্স-এর কর্ণধার মেজবাহউদ্দিন আহমদ কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এ ধরনের আয়োজনের জন্য।
বইমেলা উদ্বোধনের পাশাপাশি কলেজের নবীনবরণও অনুষ্ঠিত হয় একইসঙ্গে। অনুষ্ঠানে কলেজের সেরা তিন মেধাবি ও সর্বোচ্চ উপস্থিতির জন্য তিনজন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।
আলোচনা সভা শেষে জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম ‘ক্লাসের ফাঁকে বইমেলা ২০১৮’-এর উদ্বোধন ঘোষণা করেন। এরপর অতিথিরা মেলা ঘুরে দেখেন।