গবির ক্রীড়া প্রতিযোগিতায় ফাইনাল ও টুর্নামেন্ট সেরা যারা

বিজয়ী দলের উল্লাস
বিজয়ী দলের উল্লাস  © টিডিসি ফটো

সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) আন্ত:বিভাগ ক্রীড়া প্রতিযোগিতা-২০২২ এর ছয়টি ইভেন্টের খেলা শেষ হয়েছে। ক্রিকেট, ভলিবল ও কাবাডি ইভেন্টে ছেলে ও মেয়েরা অংশগ্রহণ করে।

বুধবার (৩০) মার্চ প্রতিযোগিতার সবচেয়ে জনপ্রিয় ইভেন্ট ক্রিকেটের ফাইনালের মধ্যে দিয়ে এবারের আয়োজন শেষ হয়। এর আগে, ৯ মার্চ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

এবারের প্রতিযোগিতায় মেয়েদের ভলিবলে শিরোপা ঘরে তুলেছে সমাজবিজ্ঞান এবং সমাজকর্ম বিভাগ। রানার্সআপ মাইক্রোবায়োলজি বিভাগ। ছেলেদের শিরোপা উঠে রাজনীতি ও প্রশাসনের হাতে, রানার্সআপ ফার্মেসি বিভাগ।

মেয়েদের কাবাডিতে চ্যাম্পিয়ন সমাজবিজ্ঞান ও সমাজকর্ম, রানার্সআপ আইন বিভাগ। ছেলেদের কাবাডিতে চ্যাম্পিয়ন ফার্মেসি বিভাগ, রানার্সআপ বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ।

প্রমীলা ক্রিকেট ইভেন্ট চ্যাম্পিয়ন বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগ এবং রানার্সআপ রাজনীতি ও প্রশাসন বিভাগ। ছেলেদের ক্রিকেটে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ ও রানার্সআপ মাইক্রোবায়োলজি বিভাগ।

মেয়েদের ভলিবলে ফাইনাল ম্যাচ সেরা সমাজবিজ্ঞানের সারাবান তহুরা এবং টুর্নামেন্ট সেরা একই বিভাগের রুমা আক্তার। ছেলেদের ভলিবলে ফাইনাল ম্যাচ সেরা রাজনীতি ও প্রশাসন বিভাগের তরিকুল ইসলাম এবং টুর্নামেন্ট সেরা ঈসা মোখতার আনসারী।

আরও পড়ুন : প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছে বিএমবি ও ভেটেরিনারি

মেয়েদের কাবাডিতে ফাইনাল ম্যাচ ও টুর্নামেন্ট সেরা দুটোই নির্বাচিত হয়েছেন সমাজবিজ্ঞানের সারাবান তহুরা। ছেলেদের ক্ষেত্রেও দুটোই পেয়েছেন ফার্মেসি বিভাগের রিমন হোসেন।

প্রমীলা ক্রিকেটে ফাইনাল ম্যাচ সেরা বিএমবির সাইমা রাসেল তিথি, টুর্নামেন্ট সেরা একই বিভাগের শারমিন নাহার লিরা। সর্বোচ্চ রান সংগ্রহকারী রাজনীতি ও প্রশাসন বিভাগের সাইমা আক্তার এবং সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী একই বিভাগের ওয়াসিকা আফরিন।

ছেলেদের ক্রিকেটে ফাইনাল ম্যাচ সেরা এবং সর্বোচ্চ উইকেটে সংগ্রহকারী ভেটেরিনারির ইমন। সর্বোচ্চ রান সংগ্রহকারী এবং টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন মাইক্রোবায়োলজির আহম্মেদ সোলায়মান।


সর্বশেষ সংবাদ