শুক্রবার ঢাকায় সমাবেশের ঘোষণা জামায়াতের

জামায়াতে ইসলামীর সমাবেশ
জামায়াতে ইসলামীর সমাবেশ  © ফাইল ছবি

মঙ্গলবার রাজধানীতে সমাবেশ করার অনুমতি না দেওয়ার শুক্রবার রাজধানীতে সমাবেশ ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১ আগস্ট) ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) জামায়াতে ইসলামী আয়োজিত অনলাইন সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল। 

তিনি বলেন, আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়ন করতে চাই। সংঘাত-সংঘর্ষ চাই না। তাই সংঘাত এড়ানোর লক্ষে আজকের কর্মসূচি স্থগিত করে শুক্রবার (৪ আগস্ট) রাজধানীতে সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি। আশা করি, পুলিশ প্রশাসন এ ব্যাপারে আমাদের সহযোগিতা দেবে। এসময় তিনি আরও জানান, সমাবেশের ব্যাপারে আজ-কালের মধ্যে আবেদন করা হবে। 

এর আগে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, দলের আমির ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মীদের মুক্তিসহ বিভিন্ন দাবিতে মঙ্গলবার বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করতে চেয়েছিল দলটি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াত লিফলেট বিতরণ, থানায়-ওয়ার্ডে সভাসহ ব্যাপক প্রস্তুতি নিয়েছিল।

আরও পড়ুন: ২২ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ের প্রাথমিক ভর্তি শুরু আজ

পুলিশ সূত্র জানায়, বায়তুল মোকাররম না পেয়ে অন্য কোথাও বা কোনো বদ্ধ মিলনায়তনে সমাবেশ করতে রাজি ছিল জামায়াত। সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলনে নামা বিএনপি অনুমতি পেলেও জামায়াতকে কোথাও কর্মসূচি করতে না দেওয়ার সরকারি সিদ্ধান্ত রয়েছে। দলটির পক্ষে অনুমতি চেয়ে আবেদন করা অ্যাডভোকেট সাইফুর রহমান সমকালকে বলেছেন, কী কারণে অনুমতি দেওয়া হয়নি- তা জামায়াতের নেতাদের জানানো হয়েছে।

উল্লেখ্য, পুলিশের অনুমতি নিয়ে ১০ বছর পর গত ১০ জুন ঢাকায় সমাবেশ করে জামায়াতে ইসলামী । পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জামায়াতের সকল সাংগঠনিক মহানগর ২৮ জুলাই এবং সকল সাংগঠনিক জেলা ৩০ জুলাই বিক্ষোভ মিছিলের জন্য পুলিশকে অবহিত করে। কিন্তু কোথাও অনুমতি পায়নি। 

 


সর্বশেষ সংবাদ