ইউএপি’র ১১তম সমাবর্তন ২৬ জুলাই, স্বপ্নের মঞ্চে দাঁড়াচ্ছে ১,৯৭৫ গ্র্যাজুয়েট
জীবনে এমন কিছু মুহূর্ত থাকে, যেখানে সময় যেন থমকে দাঁড়ায়। গর্বের মঞ্চে একে অপরের হাতে হাত ধরে দাঁড়ায় ত্যাগ-অধ্যবসায় আর স্বপ্ন। জুলাইয়ের প্রখর রোদে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক'র গ্র্যাজুয়েটজীবনে ভেসে আসছে তেমনই এক দিনপঞ্জি। তারিখ ২৬ জুলাই, শনিবার। এদিন রাজধানীর সেনাপ্রাঙ্গণ রঙিন হয়ে উঠবে উৎসবের আলোকচ্ছটায়, উদযাপিত হবে ইউএপি’র ১১তম সমাবর্তন।
- private-university
- ২৩ জুলাই ২০২৫ ২১:৩৯