বাজেটে হাসিনার মডেলে দুর্নীতিকে উৎসাহিত করা হয়েছে: ছাত্র মৈত্রী
গত সোমবার ২০২৫-২৬ অর্থ বছরের জন্য অন্তর্বতীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ প্রায় ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেছেন। যেখানে শিক্ষার দুই মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৯৫ হাজার ৬৪৪ কোটি টাকা, যা জাতীয় বাজেটের ১২ দশমিক ১ শতাংশ। অন্যদিকে স্বাস্থ্য খাতের দুই মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ৪১ হাজার ৯০৮ কোটি টাকা, যা জাতীয় বাজেটের ৫ দশমিক ৩ শতাংশ। বাম ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্র মৈত্রী বলছে, এই বাজেটে শিক্ষা এবং স্বাস্থ্যখাতের মতো জনগণের জীবনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত দুটি খাত উপেক্ষিত হয়েছে। এছাড়া, এর মাধ্যমে কালো টাকা সাদাকরণের যে সুযোগ রাখা হয়েছে তা মূলত দুর্নীতিকে উৎসাহিত করার হাসিনা মডেলেরই ধারাবাহিকতা মাত্র।
- student-movement-politics
- ০৩ জুন ২০২৫ ২২:২৬