কাঁঠাল তুলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি  © সংগৃহীত

শেরপুরের নকলায় পুকুরে ডুবে মালহা নামের তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মালহা ওই এলাকার আব্দুল মালেকের কন্যা। তিন বোনের মধ্যে সে ছিল সবচেয়ে ছোট। অনেকের ধারণা, পুকুরের পানিতে কাঁঠাল তুলতে গিয়ে শিশুটির মৃত্যু হয়। মঙ্গলবার (৩ জুন) সকালে উপজেলার টালকী ইউনিয়নের বাজিতবাড়ী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়ির সবাই কাজে ব্যস্ত ছিলেন। এ সুযোগে সবার অগোচরে মালহা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। একপর্যায়ে তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরের পানিতে ভাসতে দেখে স্থানীয়রা ছুটে এসে শিশুটিকে উদ্ধার করেন, তবে ততক্ষণে তার মৃত্যু হয়।

স্থানীয়দের ধারণা, পুকুর পাড়ের পানিতে পড়ে থাকা একটি কাঁঠাল তুলতে গিয়ে শিশুটি পানিতে পড়ে গিয়ে ডুবে যায়।

আরও পড়ুন: স্বাস্থ্য সেবায় নতুন অর্থবছরে একাধিক মেগা প্রকল্প বাস্তবায়নের ঘোষণা

এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের নিরাপত্তা নিশ্চিতে পরিবারগুলোর সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন।


সর্বশেষ সংবাদ