এবার ব্রাজিলের কোচ হওয়ার আলোচনায় ক্লপ
প্রায় তিন সপ্তাহ ধরেই কোচবিহীন ব্রাজিল। আর পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের পরবর্তী প্রধান কোচ কে হচ্ছেন, সেটাও এখন পর্যন্ত নিশ্চিত না। তবে সম্ভাব্য দুটি নাম প্রায় পাকাপোক্ত। এক্ষেত্রে সবার চেয়ে এগিয়ে জর্জ জেসুস। সেটাও আবার যদি-কিন্তুর সমীকরণে কার্লো আনচেলত্তিকে পাওয়া-না পাওয়ায়। এমন দোদুল্যমান পরিস্থিতিতে নতুন করে সেলেসাওদের কোচ হওয়ার আলোচনায় লিভারপুলের সাবেক কিংবদন্তি কোচ ইয়ুর্গেন ক্লপ।
- ফুটবল
- ১৭ এপ্রিল ২০২৫ ২০:১৮