কুবিতে ভর্তি পরীক্ষা শনিবার, মানতে হবে যেসব নির্দেশনা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়  © সংগৃহীত

গুচ্ছ থেকে বেরিয়ে এবার নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। আগামী শনিবার (১৯ এপ্রিল) বেলা ৩টায় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 

ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের উদ্দেশ্য বেশ কিছু নির্দেশনা দিয়েছে ইউনিটের আহ্বায়ক ড. প্রদীব দেবনাথ ও সদস্যসচিব ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। 

নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষার্থীদের অবশ্যই বেলা আড়াইটার মধ্যে স্ব স্ব কেন্দ্রে পরীক্ষার্থীর রোল নম্বর ও ছবি সম্বলিত সিট ট্যাগ দেখে নিজ নিজ আসনে বসবেন। পরীক্ষার্থীরা কোন অবস্থাতেই বই, কাগজপত্র, ব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি, ক্যামেরা, ট্যাব, এটিএম কার্ড, ব্লুটুথ ডিভাইস ও অন্য যেকোনো ইলেকট্রনিক্স ডিভাইস নিয়ে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। পরীক্ষার সময় ১ ঘণ্টা (বেলা ৩টা হতে বেলা ৪টা পর্যন্ত)। 

Answer Sheet (OMR Sheet) পাওয়ার পর পরীক্ষার্থীকে নির্ধারিত স্থানে প্রবেশপত্র অনুযায়ী পরীক্ষার্থীর নাম, মাতার নাম ও পিতার নাম সুস্পষ্টভাবে ইংরেজিতে বড় অক্ষরে (Block Letter) লিখতে হবে এবং নির্ধারিত স্থানে স্বাক্ষর করতে হবে। প্রবেশপত্র, Answer Sheet (OMR Sheet) এবং Attendance Sheet-এর স্বাক্ষর অবশ্যই একই হতে হবে। প্রবেশপত্র অনুযায়ী রোল নম্বর নির্দিষ্ট জায়গায় লিখে সংশ্লিষ্ট বৃত্ত যথাযথভাবে ভরাট করতে হবে। Answer Sheet (OMR Sheet) এর নির্দেশাবলি মনোযোগ দিয়ে অনুসরণ করতে হবে। 

প্রশ্নপত্র পাওয়ার পর সব পৃষ্ঠায় প্রশ্ন স্পষ্টভাবে মুদ্রিত আছে কি না নিশ্চিত হতে হবে। মুদ্রণ স্পষ্ট না থাকলে প্রশ্নপত্র পরিবর্তনের জন্য পরিদর্শককে অবহিত করতে হবে। 

প্রশ্নপত্রের সেট কোড (প্রথম পৃষ্ঠার ডান দিকে উপরে উল্লিখিত) পরীক্ষার্থীকে Answer Sheet (OMR Sheet) এ প্রথমে সংখ্যায় লিখে সংশ্লিষ্ট বৃত্ত ভরাট করতে হবে।

রোল নম্বর ও সেট কোড এ কোন প্রকার ঘষামাজা অথবা কাটাকাটি করলে উত্তরপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। পরীক্ষা চলাকালীন কোনো পরীক্ষার্থী কক্ষ ত্যাগ করবে না। পরীক্ষা শেষে পরীক্ষার্থীর কাছ থেকে Answer script (OMR Sheet) সংগ্রহ করার পর নির্দেশ না দেয়া পর্যন্ত পরীক্ষার্থীরা কক্ষে অবস্থান করবে। পরিদর্শক উত্তরপত্র ও প্রবেশপত্রের ছবির উপর স্বাক্ষর করেছেন কিনা পরীক্ষার্থী Answer script (OMR) জমা দেওয়ার পূর্বে নিশ্চিত হবে। 


সর্বশেষ সংবাদ