বাকৃবির সব পরীক্ষা স্থগিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করার প্রস্তাব করা হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের দাবির প্রেক্ষিতে এমন প্রস্তাব করা হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক এ কে এম জাকির হোসেন।

তিনি বলেন, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে পরীক্ষা না নেয়ার প্রস্তাব করা হয়েছে। পরবর্তীতে ডিনস কমিটর মিটিংয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

অধ্যাপক জাকির আরও বলেন, পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আমরা আবারও পরীক্ষা নেয়া শুরু করব। তবে যদি ঈদের পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে তাহলে আমাদের সব পরীক্ষা অনলাইনে নেয়া হবে।


সর্বশেষ সংবাদ