৪ মাস পর নতুন ভিসি পেল পবিপ্রবি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ মে ২০২১, ০৩:৪৮ PM , আপডেট: ১৭ মে ২০২১, ০৫:৩২ PM
গত ৪ জানুয়ারি থেকে শূন্য ছিল পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর (ভিসি) বা উপাচার্য পদ। দীর্ঘ সাড়ে ৪ মাস পর বিশ্ববিদ্যালয়টিতে নতুন ভিসি নিয়োগ দিয়েছে সরকার।
পবিপ্রবির রেজিস্ট্রার (অ. দা.) ও কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্তকে পরবর্তী চার বছরের জন্য ভিসি নিয়োগ দেয়া হয়েছে।
আজ সোমবার (১৭ মে) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃনুর-ই-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরমো. আব্দুল হামিদ তাকে এ নিয়োগ প্রদান করেন।
অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত ১৯৯০ সালের আগস্টে পটুয়াখালী কৃষি কলেজে প্রভাষক হিসেবে যোগদান করে কর্মজীবন শুরু করেন। ১৯৯৭ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে তিনি পবিপ্রবির রেজিস্ট্রার (অ. দা.) ছাড়াও পবিপ্রবির শিক্ষক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভিন্ন হলের প্রভোস্টসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সুনামের সহিত পালন করেছেন।
তিনি ১৯৬২ সালের ৩১ ডিসেম্বর কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার দূর্গাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে অনার্সসহ স্নাতকোত্তর এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে ২০১৫ সালে পিএইচডি সম্পন্ন করেন।
প্রসঙ্গত, সাবেক ভিসির মেয়াদ গত ৪ জানুয়ারি শেষ হলে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অধ্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত তখন থেকে ভিসির (রুটিন দায়িত্ব) পালন করে আসছেন।