জাতীয় পতাকার ওপরে ছাত্রলীগের পতাকা

০৭ মার্চ ২০২১, ০৯:৪৭ PM

© টিডিসি ফটো

ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের কার্যালয়ের সামনে জাতীয় পতাকার ওপরে সংগঠনটির পতাকা উত্তোলন করা হয়েছে। এতে জাতীয় পতাকার চেয়েও ওপরে দেখা যায় সংগঠনের পতাকা। রবিবার বেলা তিনটা পর্যন্ত জাতীয় পতাকার ওপরে সংগঠনটির পতাকা টানানো ছিল।

তথ্যমতে, পতাকা ব্যবহারের নিয়ম অনুযায়ী বাংলাদেশের জাতীয় পতাকার ওপরে আর কোন পতাকা উত্তোলন করা যাবে না। এটি করা মানে জাতীয় পতাকার অবমাননা। আর এ ধরনের অবমাননার শাস্তি সর্বোচ্চ ২ বছর পর্যন্ত কারাদন্ড এবং ১০ হাজার টাকা অর্থদন্ড।

বিষয়টি দেখে বিশ্ববিদ্যালয়ের নেহাল নাফিস নামের এক শিক্ষার্থী বলেন, জাতীয় পতাকার ওপরে সংগঠনের পতাকা টানিয়ে জাতীয় পতাকার অসম্মান করা হয়েছে। দুপুরে বিষয়টি দৃষ্টিগোচর হলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি দিয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি।

এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল বলেন, সকালে পতাকা ঠিকভাবেই টানানো ঠিক ছিল।

শাখা ছাত্রলীগের সভাপতি মো. সবুজ কাজী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ক্যাম্পাসে না থাকায় বিষয়টি অবগত নই। ভুল করে এই কাজটি হয়ে থাকতে পারে। ঠিক করার ব্যবস্থা করছি।

মাধ্যমিকের বার্ষিক ছুটি থেকে শুক্র-শনি বাদ দেওয়ার দাবি
  • ২২ জানুয়ারি ২০২৬
জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ঢাকা-১৯ আসনের এন…
  • ২২ জানুয়ারি ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অনুমোদন
  • ২২ জানুয়ারি ২০২৬
বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল, কাকে সমর্থন দেবে বিএনপি জোট?
  • ২২ জানুয়ারি ২০২৬
আবেদন করেও রুয়েটের ভর্তি পরীক্ষা দেননি ১৫ শতাংশ শিক্ষার্থী
  • ২২ জানুয়ারি ২০২৬
এনআইডি সংশোধন কার্যক্রম চালু হচ্ছে ২৫ জানুয়ারি: ডিজি
  • ২২ জানুয়ারি ২০২৬