দুর্নীতির অভিযোগে শেকৃবির খামার ব্যবস্থাপনা প্রধানকে অব্যাহতি

০৭ ডিসেম্বর ২০২০, ১১:২৯ AM
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) খামার ব্যবস্থাপনা শাখার প্রধান খন্দকার আতিকুল ইসলামকে চলতি দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আদেশক্রমে রেজিস্ট্রার স্বাক্ষরিত এক আদেশপত্রে বিশ্ববিদ্যালয়ের কাজের স্বার্থে তাকে অব্যাহতি দেয়া হয়েছে বলে জানা গেছে। 

তার বিরুদ্ধে গবেষণা খামারের বিভিন্ন প্রকারের যন্ত্রাংশ ক্রয়-বিক্রয়ে অনিয়ম, অফিসের কর্মচারীকে ব্যক্তিগত কাজে ব্যবহার, শ্রমিকের বাজেটে নয়-ছয়, লকডাউনের মধ্যেই শ্রমিক খাটানো মিথ্যা ভাউচার দিয়ে টাকা আত্মসাৎ, খামারের ফসল সংরক্ষণ না করে বিক্রি করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত খামার ব্যবস্থাপনা শাখার উপ-প্রধান সামসুল হককে খামার প্রধানের চলতি দায়িত্ব দেয়া হয়েছে।

এ ব্যাপারে শেকৃবির রেজিস্ট্রার রেজাউল করিম জানান, ‘খামারের সুবিধার্থেই এটি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।’ আর অভিযোগের ব্যাপারে খন্দকার আতিকুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এছাড়া খুদে বার্তা পাঠানো হলেও তার জবাব দেননি।

সাবজেক্ট র‍্যাংকিংস ২০২৬-এ বাংলাদেশে শীর্ষে এনএসইউ
  • ২২ জানুয়ারি ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক ড. মঞ্…
  • ২২ জানুয়ারি ২০২৬
এক্সপ্রেসওয়েতে শিক্ষার্থীদের টোল লাগবে না: ডাকসু
  • ২২ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু
  • ২২ জানুয়ারি ২০২৬
কিশোরগঞ্জে জনসভায় আসার পথে অসুস্থ হয়েছেন ফজলুর রহমান
  • ২২ জানুয়ারি ২০২৬
এনএসইউতে অভিবাসী রিপোর্টিং বিষয়ে সিএমএস ও আইএলও’র গণমাধ্যম …
  • ২২ জানুয়ারি ২০২৬