করোনায় বাকৃবি ছাত্রলীগ নেতার মৃত্যু

১৯ নভেম্বর ২০২০, ০১:৩৬ PM
নুরে আলম তাপস

নুরে আলম তাপস

নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী এবং ছাত্রলীগ নেতা নুরে আলম তাপনের (২৮) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি প্রথমে বঙ্গবন্ধু শেখ মুজিব হলের সভাপতি এবং বর্তমানে বাকৃবি ছাত্রলীগের যু্গ্ম-সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ শিক্ষাবর্ষে পশুপালন অনুষদে ভর্তি হন। এরপর তিনি ডেইরি সায়েন্স থেকে মাস্টার্স শেষ করেন। সে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার দত্তপাড়া গ্রামের লিটন মিয়ার ছেলে।

কৃষি বিশ্ববিদ্যায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল বলেন, যতদূর জানি সে করোনায় আক্রান্তের পর রিকোভারি হয়েছিল। তবে তার মৃত্যুতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যায় ছাত্রলীগ শোকাহত।

জানা গেছে, গত ৫ নভেম্বর নুরে আলম তপনের। করোনা পজিটিভ আসে। পরে শারীরিক অবস্থার অবনতি হলে গত ১৩ নভেম্বর তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউয়ে ভর্তি করা হয়। এছাড়া করোনা ছাড়াও তিনি ফুসফুসের সমস্যা, কিডনী রোগ ও নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। এ অবস্থায় শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সকাল সাড়ে ৮টার দিকে মারা যান তিনি।

সাবজেক্ট র‍্যাংকিংস ২০২৬-এ বাংলাদেশে শীর্ষে এনএসইউ
  • ২২ জানুয়ারি ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হলেন অধ্যাপক ড. মঞ্…
  • ২২ জানুয়ারি ২০২৬
এক্সপ্রেসওয়েতে শিক্ষার্থীদের টোল লাগবে না: ডাকসু
  • ২২ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু
  • ২২ জানুয়ারি ২০২৬
কিশোরগঞ্জে জনসভায় আসার পথে অসুস্থ হয়েছেন ফজলুর রহমান
  • ২২ জানুয়ারি ২০২৬
এনএসইউতে অভিবাসী রিপোর্টিং বিষয়ে সিএমএস ও আইএলও’র গণমাধ্যম …
  • ২২ জানুয়ারি ২০২৬