বাকৃবিতে কেবি কলেজের নবীনবরণ

০৩ জুলাই ২০১৯, ০৪:০১ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় (কেবি) কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের অরিয়েন্টেশন ও নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়।

কেবি কলেজের অধ্যক্ষ মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো জসিমউদ্দিন খান।

এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী, অধ্যাপক ড. মো. আজহারুল হক এবং সানজিতা সামীম। অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেছেন কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন।

এ বছর কলেজের একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগে ৭৭৮ জন এবং ব্যবসা বিভাগে ১৫৩ জন শিক্ষার্থী ভর্তি হয়। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয় এবং শেষে নবীন শিক্ষার্থীদের শপথ পাঠ করান কলেজের অধ্যাপক মো সাখাওয়াত হোসেন।

৭ জেলার নির্বাচনী সমাবেশ শেষে ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান
  • ২৩ জানুয়ারি ২০২৬
আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ছে যুক্তরাষ্ট্র
  • ২৩ জানুয়ারি ২০২৬
মা-বোনদের বিকাশ নম্বর নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে: তারেক রহমান
  • ২৩ জানুয়ারি ২০২৬
বেসরকারি ট্যাক্সের নামে চাঁদাবাজি আর চলবে না: জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
মহিপুর থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার প্রতিশ্রুতি বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসির ২০ পরীক্ষা কেন্দ্র স্থগিত
  • ২৩ জানুয়ারি ২০২৬