সপ্তাহে ৭দিন লাইব্রেরি খোলা রাখার দাবি বাকৃবি ছাত্রফ্রন্টের

৩০ জুন ২০১৯, ০৭:১৬ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কেন্দ্রীয় লাইব্রেরি সপ্তাহে সাতদিন খোলা রাখার দাবিতে ১৫০০ শিক্ষার্থীদের স্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেছে বাকৃবি শাখা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট (মার্কসবাদী)। রবিবার দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. মো. মোক্তার হোসেনের কাছে ওই স্মারকলিপি জমা দেয় সংগঠনটি।

এর আগে একই দাবিতে দুপুর ১টার দিকে সংগঠনের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে একটি মিছিল শুরু বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপাচার্যের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বাকৃবি শাখার সভাপতি গৌতম কর ও সাধারণ সম্পাদক প্রেমানন্দ দাস।

সভায় বক্তারা বলেন, লাইব্রেরির আসন সংখ্যা, বইয়ের সংখ্যা বৃদ্ধি, বই খোঁজার ডিজিটাল অটোমেশন পদ্ধতি চালু এবং সপ্তাহে সাতদিন কেন্দ্রীয় লাইব্রেরি খোলা রাখা শিক্ষার্থীদের অনেক দিনের চাহিদা। তাই দ্রুত সপ্তাহে ৭ দিন বাকৃবি লাইব্রেরি খোলা রাখার ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি জানান বক্তারা।

এসময় সমাবেশ শেষে সংগঠনের নেতাকর্মীরা সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা সাথে দেখা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায় ১৫০০ সাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি পেশ করেন।

৭ জেলার নির্বাচনী সমাবেশ শেষে ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান
  • ২৩ জানুয়ারি ২০২৬
আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ছে যুক্তরাষ্ট্র
  • ২৩ জানুয়ারি ২০২৬
মা-বোনদের বিকাশ নম্বর নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে: তারেক রহমান
  • ২৩ জানুয়ারি ২০২৬
বেসরকারি ট্যাক্সের নামে চাঁদাবাজি আর চলবে না: জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
মহিপুর থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার প্রতিশ্রুতি বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসির ২০ পরীক্ষা কেন্দ্র স্থগিত
  • ২৩ জানুয়ারি ২০২৬