বাকৃবিতে গ্রন্থাগার সংস্কারসহ ৬ দাবি ছাত্রফ্রন্টের

১২ মে ২০১৯, ০৮:৫৬ PM
মানববন্ধনে সংগঠনটির নেতৃৃবৃন্দ

মানববন্ধনে সংগঠনটির নেতৃৃবৃন্দ © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কেন্দ্রীয় গ্রন্থাগার সংস্কারসহ ৬ দফা দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। রবিবার দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।

৬ দফার দাবির মধ্যে সপ্তাহে ৭ দিন কেন্দ্রীয় গ্রন্থাগার খোলা রাখা, শীতাতপ নিয়ন্ত্রিত গ্রন্থাগার, অটোমেশন পদ্ধতি চালু করা, গ্রন্থাগারে সিট সংখ্যা, বইয়ের সংখ্যা ও ফ্যান সংখ্যা বৃদ্ধি।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বাকৃবি শাখার সভাপতি গৌতম করের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রেমানন্দ দাসের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচীতে সংগঠনটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষার্থীদের হলগুলোতে তীব্র আবাসন সংকট থাকায় সেখানে পড়ার কোনো পরিবেশ নেই, সেখানে শিক্ষার্থীদের একমাত্র ভরসা কেন্দ্রীয় লাইব্রেরি। কিন্তু এ লাইব্রেরিরও বেহাল দশা। বিগত কয়েক বছর যাবত এসি নষ্ট হয়ে আছে, অথচ ঠিক করা হচ্ছেনা। পর্যাপ্ত ফ্যানের ব্যবস্থা না থাকায় গরমের দিনে সেখানে পড়াশোনার জন্য বসা যায় না।

বক্তারা আরো বলেন, গ্রন্থাগারে নেই পর্যাপ্ত বসার ব্যবস্থাও। এমনকি পর্যাপ্ত বইয়ের ব্যবস্থাও নেই এখানে। অবিলম্বে এসব সমস্যার সমাধান না হলে ভবিষ্যতে কঠোর আন্দোলনেরও হুশিয়ারি দেন বক্তারা।

এনসিপি গাজীপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা
  • ২৩ জানুয়ারি ২০২৬
জনগণ চাঁদাবাজদের নির্বাচিত করতে চায় না: নূরুল ইসলাম বুলবুল
  • ২৩ জানুয়ারি ২০২৬
শেকৃবিতে বিনামূল্যে জলাতঙ্কের টিকা পেল শতাধিক পোষা প্রাণী
  • ২৩ জানুয়ারি ২০২৬
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা এমন থাকবে যে, ব্যালট ছিনতাই অ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
বিএনপি নেতাকে গুলি, নির্বাচন বাধাগ্রস্ত করার অপচেষ্টা বললেন…
  • ২৩ জানুয়ারি ২০২৬
জামায়াত আমির প্রার্থীদের কেমন বক্তব্যের নির্দেশনা দিয়েছেন, …
  • ২৩ জানুয়ারি ২০২৬