বাকৃবিতে এনিমেল লাভার সোসাইটির নতুন কমিটি

২৭ এপ্রিল ২০১৯, ০৫:০৬ PM
নতুন নেতৃত্বে ড. মো. রফিকুল আলম এবং  তিতাস কুমার।

নতুন নেতৃত্বে ড. মো. রফিকুল আলম এবং তিতাস কুমার। © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) এনিমেল লাভার সোসাইটির নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক ড. মো. রফিকুল আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে তিতাস কুমার মনোনীত হয়েছেন।

শনিবার সকাল ৯ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মেডিসিন গ্যালারিতে সংগঠনটির উদ্বোধনকালে ১৭ সদস্যবিশিষ্ট এ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- কোষাধ্যক্ষ ড. রুখসানা আমিন রুনা, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু হাসেম, মাহমুদুল হাসান সাকিব, সাদিয়া আফরিন মীম ও মো. শারিক আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাদাব হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল ইসলাম, রায়হানুজ্জামান রাহাত ও মাহফুজুর রহমান, অর্থ সম্পাদক সাদিয়া রহমান স্বর্ণা, দপ্তর সম্পাদক আমরিন নাহার বৃষ্টি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাকিব আনজুম প্রান্ত ও ইসরাত জাহান ইরিন, তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক মো. আজমুল হক ও তিয়াশা আক্তার আঁচল।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অন্য বাকি আট-দশটা সংগঠনের মতো নয়, নতুন নেতৃত্বে আমারা আমাদের মতো করে প্রাণীদের নিয়ে কাজ করে যাবো। ক্যাম্পাসে বাকি সংগঠন গুলোর আদর্শ হবে এনিমেল লাভার সোসাইটি। বক্তারা সংগঠনটির নতুন নেতৃত্বকে স্বাগত জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে ড. মো. রফিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. নাজিম আহমাদ। এছাড়াও সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. মো. আরিফুল ইসলামসহ ভেটেরিনারি অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

মহিপুর থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার প্রতিশ্রুতি বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসির ২০ পরীক্ষা কেন্দ্র স্থগিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
কুমিল্লায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
২০১৯ সালের ডাকসুর মত নির্বাচনে ট্রাকের বিজয় ইতিহাসের আশা নু…
  • ২৩ জানুয়ারি ২০২৬
এনসিপি গাজীপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা
  • ২৩ জানুয়ারি ২০২৬
জনগণ চাঁদাবাজদের নির্বাচিত করতে চায় না: নূরুল ইসলাম বুলবুল
  • ২৩ জানুয়ারি ২০২৬