জুলাইয়ে গুলিবিদ্ধ ক্যান্টিন বয়ের পাশে শেকৃবি প্রশাসন
- শেকৃবি প্রতিনিধি
- প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০৮:৩৪ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৭:৪৩ PM

ফ্যাসিবাদী সরকারের দমনে জীবন বাজি রাখা সেই সব বীর যোদ্ধাদের মধ্যে এমন অনেকেই আছেন যাদের খোঁজ নেওয়ার কেউ নেই। অনেকে আজ অবহেলিত অবস্থায় মৃত্যুর প্রহর গুনছেন। এমন সময়ে গুলিতে আহত শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) এক যোদ্ধার খোঁজ নিতে ছুটে গেলেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জুলাই আন্দোলনে আহত নবাব সিরাজউদ্দৌলা হলের ক্যান্টিন বয় রাসেলের চিকিৎসা জনিত সহায়তার আশ্বাস এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আজ বৃহস্পতিবার (৩ জুলাই) তাকে দেখতে কিডনি হাসপাতালে ছুটে যান শেকৃবি উপাচার্য প্রফেসর ড. আব্দুল লতিফ, উপ-উপাচার্য প্রফেসর ড. বেলাল হোসাইন এবং কোষাধ্যক্ষ আবুল বাসার।
এ সময় উপাচার্য কিডনি হাসপাতালের পরিচালক এবং রাসেলের চিকিৎসায় নিয়োজিত ডাক্তারের সাথে কথা বলেন। তিনি চিকিৎসার সকল বিষয় সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনা বিতাড়িত হওয়ার পর বিকেলে শেরেবাংলা নগর থানার সামনে দিয়ে বিজয় মিছিলে যাওয়ার সময় পুলিশের গুলিতে আহত হন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবাব সিরাজউদ্দৌলা হলের ক্যান্টিন বয় রাসেল। পরে কিছুদিন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর তাকে কিডনি হাসপাতালে স্থানান্তর করা হয়। ইতোমধ্যে তার কয়েক ধাপে অপারেশন সম্পন্ন হয়েছে এবং সর্বশেষ একটি অপারেশন বাকি আছে।
জুলাই যোদ্ধা রাসেলের সার্বিক বিষয়ে পর্যবেক্ষণ শেষে উপাচার্য ড. আব্দুল লতিফ বলেন, ‘রাসেল আমাদের বিশ্ববিদ্যালয়েরই একজন আমরা তার সকল প্রকার খোঁজখবর নিচ্ছি এবং সকল প্রকার সহযোগিতা করে তার পাশে সব সময় আমরা থাকবো।’