ওয়াসিমের দাফন সম্পন্ন; শোকে বার বার জ্ঞান হারিয়ে ফেলছে মা-বাবা

২৪ মার্চ ২০১৯, ০৪:০৫ PM
গোরি মোহাম্মদ ওয়াসিম

গোরি মোহাম্মদ ওয়াসিম © ফাইল ফটো

বাসচাপায় নিহত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ছাত্র গোরি মোহাম্মদ ওয়াসিমের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার বাদ জোহর জানাজা শেষে নিজ গ্রামের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের রুদ্র গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। 

পরিবারের একমাত্র ছেলে ওয়াসিমকে হারিয়ে তাদের পরিবারে চলছে এখন শোকের মাতম। ওয়াসিমের বাবা-মায়ের কান্নায় ভারী হয়ে উঠছে এলাকার পরিবেশ। ওয়াসিমের মা পারভিন আক্তার ও বাবা আবু জায়েদ মাহবুব বার বার ওয়াসিমের নাম ধরে ডাকতে ডাকতে জ্ঞান হারাচ্ছেন। কিছুক্ষণ পর পর এরকম দৃশ্য দেখে শোকে স্তব্ধ হয়ে পড়ছেন পাড়া-প্রতিবেশীরাও।

ওয়াসিমের বাবা আবু জায়েদ মাহবুব বলেন, আমার সবকিছু শেষ হয়ে গেছে। তিনি পুত্র হত্যার জন্য দায়ী বাস চালক ও হেলপারের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।  ওয়াসিমের মা পারভিন আক্তার তার সন্তান হত্যার জন্য দায়ীদের ফাঁসি দাবি করেন।

স্থানীয় বাসিন্দা মফিজুর রহমান বলেন, ওয়াসিমের মৃত্যুতে তারা সবাই শোকাহত। তারা এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।

শনিবার বিকালে সিলেট-ময়মনসিংহ রোডে শেরপুরে বাস ভাড়া নিয়ে হেলপারের সঙ্গে কথা কাটাকাটির জেরে সিকৃবির বায়োটেকনলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী গোরি মোহাম্মদ ওয়াসিমকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পথে তার মৃত্যু হয়। রাতে তার মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।

মহিপুর থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার প্রতিশ্রুতি বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসির ২০ পরীক্ষা কেন্দ্র স্থগিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
কুমিল্লায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
২০১৯ সালের ডাকসুর মত নির্বাচনে ট্রাকের বিজয় ইতিহাসের আশা নু…
  • ২৩ জানুয়ারি ২০২৬
এনসিপি গাজীপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা
  • ২৩ জানুয়ারি ২০২৬
জনগণ চাঁদাবাজদের নির্বাচিত করতে চায় না: নূরুল ইসলাম বুলবুল
  • ২৩ জানুয়ারি ২০২৬