নিউজিল্যান্ডেই দাফন হচ্ছেন অধ্যাপক সামাদ

১৭ মার্চ ২০১৯, ০৩:০৬ PM
অধ্যাপক ড. মো. আবদুস সামাদ

অধ্যাপক ড. মো. আবদুস সামাদ

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় নিহত হওয়া বাংলাদেশি নাগরিক কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. মো. আবদুস সামাদকে নিউজিল্যান্ডেই সমাহিত করা হবে।

রোববার নিউজিল্যান্ডের মুসলিম কমিউনিটি কবরস্থানে তাকে দাফন করা হবে বলে নিশ্চিত করেছেন ড. সামাদের বড় ছেলে তোহা মোহাম্মদ।


তিনি বলেন, রোববার কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করবে বলে জানা গেছে। মরদেহ পাওয়ার পর নিউজিল্যান্ডের স্থানীয় মুসলিম কমিউনিটি কবরস্থানে বাবাকে দাফন করা হবে। আমার মা ও ভাইয়েরা সেখানকার ফরমালিটিগুলো সম্পন্ন করবেন। খুব শিগগিরি তিনি নিউজিল্যান্ডে মা ও ভাইদের সঙ্গে দেখা করতে যাবেন বলেও জানান।

নিহত ড. সামাদের পৈত্রিক নিবাস কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পৌর এলাকার ৩নং ওয়ার্ডের মধুরহাইল্ল্যা গ্রামে। তিনি ওই গ্রামের মৃত জামাল উদ্দিন সরকারের ছেলে। ১০ ভাই-বোনের মধ্যে ড. সামাদ সবার বড়। গত কয়েক বছর ধরে দুই ছেলে তারেক মোহাম্মদ ও তানভির মোহাম্মদ এবং স্ত্রী কিশোয়ারা সুলতানাকে নিয়ে নিউজিল্যান্ডে বসবাস করছিলেন তিনি। তিন ছেলের মধ্যে বড় ছেলে তোহা মোহাম্মদ বাংলাদেশে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন।

ড. আবদুস সামাদ বাংলাদেশ ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ছিলেন।

মহিপুর থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার প্রতিশ্রুতি বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসির ২০ পরীক্ষা কেন্দ্র স্থগিত
  • ২৩ জানুয়ারি ২০২৬
কুমিল্লায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
২০১৯ সালের ডাকসুর মত নির্বাচনে ট্রাকের বিজয় ইতিহাসের আশা নু…
  • ২৩ জানুয়ারি ২০২৬
এনসিপি গাজীপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা
  • ২৩ জানুয়ারি ২০২৬
জনগণ চাঁদাবাজদের নির্বাচিত করতে চায় না: নূরুল ইসলাম বুলবুল
  • ২৩ জানুয়ারি ২০২৬