শেকৃবিতে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

তথ্য প্রযুক্তির ব্যবহারে সামাজিক ও অর্থনৈতিক বিপ্লব ঘটেছে

০৮ মার্চ ২০১৯, ০৭:৪২ PM
জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ

জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ © টিডিসি ফটো

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, তথ্য-প্রযুক্তির ইতিবাচক ব্যবহারের ফলে বাংলাদেশে এখন সামাজিক ও অর্থনৈতিক দিক দিয়ে বিপ্লব ঘটেছে। বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, কৃষিসহ সব ক্ষেত্রে বাংলাদেশ এখন অন্যান্য দেশের রোল মডেল। ফলে দেশ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। শুক্রবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০১৯ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ বিজ্ঞান একাডেমী ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আয়োজিত এবারের বিজ্ঞান অলিম্পিয়াডে দেশের ৩০টি অঞ্চলের বিভিন্ন স্কুল-কলেজ থেকে পরীক্ষার মাধ্যমে বাছাই করা ৩৮৮জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। যাদের মধ্য থেকে আজ পুনরায় পরীক্ষার মাধ্যমে ৬০জনকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইয়াফেস ওসমান বলেন, দেশ এখন যে গতিতে সামনে এগিয়ে যাচ্ছে, তাতে আমাদের আর পেছনে তাকাবার সময় নেই। ফলে এক সময় যারা ডিজিটাল বাংলাদেশ নিয়ে কটূক্তি করত, আজ তাদের মুখ বন্ধ হয়ে গেছে।

শেকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন আহাম্মদ তার বক্তব্যে স্কুল-কলেজের ক্ষুদে শিক্ষার্থীদের ব্যবহারিক বিজ্ঞান চর্চার মাধ্যমে সামনের সব চ্যালেঞ্জ জয় করার আহবান জানান।

এর আগে সকালে শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞানের বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে চূড়ান্ত পরীক্ষা নেওয়া হয়। এতে স্কুল পর্যায়ে কুষ্টিয়া জেলা স্কুলের আদনান সাদিক (প্রথম), একই স্কুলের গালিব ইসতিয়াক (দ্বিতীয়), সেন্ট গ্রেগরি হাই স্কুল এন্ড কলেজের আবরার তাসনিম আবির (তৃতীয়) সহ ৩০জন ও কলেজ পর্যায়ে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের মো. আবু ওবায়দা মিয়াজ (প্রথম), রাজশাহী কলেজের শ্রেয়া দে (দ্বিতীয়), ঢাকা ইপেরিয়াল কলেজের নাফিজা হক চৌধুরী (তৃতীয়) সহ আরো ৩০জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

স্কুল ও কলেজ উভয় পর্যায়ের ৫ম-১০ম তম বিজয়ীর প্রত্যেককে ৫০০০ টাকা , ৩য় স্থান অধিকারী ৬০০০ টাকা এবং উভয় পর্যায়ের ১ম ও ২য় অধিকারীরা সমান নম্বর পাওয়ায় তাদের প্রত্যেককেই ১০,০০০ টাকা করে প্রদান করা হয়। মেধা তালিকার সকল বিজয়ীদের মেডেল, সনদপত্র ও বিশেষ বই প্রদান করে উৎসাহিত করা হয়।

তাছাড়া ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পক্ষ থেকে স্কুল ও কলেজ পর্যায়ের মেধা তালিকার প্রথম ৫ জনকে যথাক্রমে ২৫০০ টাকা ও ৫০০০ টাকা করে মাসিক বৃত্তি প্রদান করা হবে বলেও জানা গেছে।

বিজ্ঞান শিক্ষায় শিক্ষার্থীদের উৎসাহিত করতে আয়োজিত এ অলিম্পিয়াডে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলাম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সহকারী ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল আজিজ, বিজ্ঞান অলিম্পিয়াড আয়োজক কমিটির সমন্বয়ক অধ্যাপক ড. নঈম চৌধুরী, বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর সভাপতি অধ্যাপক ড. কাজী আব্দুল ফাত্তাহ্, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমদ সহ বিজ্ঞান একাডেমীর সম্মানিত ফেলোবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দেশের বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াডের সমন্বয়কবৃন্দ।

৭ জেলার নির্বাচনী সমাবেশ শেষে ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান
  • ২৩ জানুয়ারি ২০২৬
আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ছে যুক্তরাষ্ট্র
  • ২৩ জানুয়ারি ২০২৬
মা-বোনদের বিকাশ নম্বর নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে: তারেক রহমান
  • ২৩ জানুয়ারি ২০২৬
বেসরকারি ট্যাক্সের নামে চাঁদাবাজি আর চলবে না: জামায়াত আমির
  • ২৩ জানুয়ারি ২০২৬
মহিপুর থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার প্রতিশ্রুতি বিএ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে এসএসসির ২০ পরীক্ষা কেন্দ্র স্থগিত
  • ২৩ জানুয়ারি ২০২৬