বাকৃবি ভিসির বিরুদ্ধে অনুষদপ্রীতির অভিযোগ

প্রো-ভিসি, প্রক্টরসহ ডজনখানেক গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিজ অনুষদের শিক্ষকদের নিয়োগ
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৪:৫৬ PM
ভিসি অধ্যাপক ড. মো. আলী আকবর

ভিসি অধ্যাপক ড. মো. আলী আকবর

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভিসি অধ্যাপক ড. মো. আলী আকবরের বিরুদ্ধে অনুষদপ্রীতির অভিযোগ ওঠেছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকরা এই অভিযোগ করেন। শিক্ষকরা অভিযোগ করেন, ভিসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন পদে নিজ অনুষদের (পশুপালন অনুষদ) শিক্ষকদের নিয়োগ দেওয়ার হিড়িক পড়েছে।

তাদের দাবি, বিশ্বিবিদ্যালয়ের বিভিন্ন কমিটিতেও অগ্রাধিকার পাচ্ছেন ভিসির অনুষদের শিক্ষকরা। বর্তমানে প্রো-ভিসি, রেজিস্ট্রার, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, হল প্রভোস্ট, প্রক্টরসহ প্রায় ডজনখানেক পদ দখল করে আছে ওই অনুষদের শিক্ষকরা। যা ভিসির অনুষদপ্রীতির সম্মুখ প্রমাণ।

জানা যায়, ২০১৫ সালের ২৪মে বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্ব পান বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের পশুপুষ্টি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আলী আকবর। দায়িত্ব নেওয়ার কিছু দিন পরেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন একই বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খানকে। পরবর্তীতে ওই শিক্ষককে বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রো-ভিসি হিসেবে নিয়োগের ব্যবস্থা করেন। ওই সময় ছাত্র বিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন পশুপালন অনুষদের আরেক শিক্ষক অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরীকে। সবশেষ, এ বছরের ২৭ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন পশুপালন অনুষদের শিক্ষক অধ্যাপক ড. মো. আজহারুল হককে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. সাইফুল ইসলামও পশুপালন অনুষদের প্রাক্তন শিক্ষার্থী।

এছাড়াও বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের পরিচালক অধ্যাপক ড. এম এ এম ইয়াহিয়া খন্দকার, বিশ্ববিদ্যালয় হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. রকিবুল ইসলাম খান পশুপালন অনুষদের শিক্ষক।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বর্তমানে তিনটি হলের প্রভোস্টের দায়িত্বে আছেন পশুপালন অনুষদের শিক্ষকেরা। অধ্যাপক ড. মোহাম্মদ আল মামুন শহীদ শামসুল হক হলের, অধ্যাপক ড. সৈয়দ এহসানুর রহমান নাজমুল আহসান হল এবং অধ্যাপক ড. ফৌজিয়া সুলতানা তাপসী রাবেয়া হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন।

পশুপালন অনুষদের শিক্ষক অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেনকে কেবি কলেজের সভাপতির দায়িত্ব দিয়েছেন। একইসাথে তাকে ক্যাম্পাসের পরিবেশ উন্নয়ন ও ব্যবস্থাপনা মনিটরিং কমিটি, ২০৪১ এ ক্যাম্পাসের অবকাঠামো উন্নয়ন ও অর্গানোগ্রাম কেমন হবে সে সক্রান্ত আরও একটি সভাপতি হিসেবে আছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন কমিটির সদস্য। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের নিয়োগ কমিটিসহ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিতে পশুপালন অনুষদের শিক্ষককেরা অগ্রাধিকার পাচ্ছেন।

এই বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক বলেন, বর্তমান ভিসি দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে যে পরিমােণে অনুষদ কোরাম করেছেন তা নজিরবিহীন। অন্য অনুষদগুলোতে প্রশাসনিক যোগ্যতা সম্পন্ন শিক্ষকদের বঞ্চিত করে ঘুরিয়ে ফিরিয়ে শুধু একটি নির্দিষ্ট অনুষদের শিক্ষকদের নিয়োগ দিয়েছেন। যার ফলে সঠিক নেতৃত্বের অভাবে ব্যাহত হচ্ছে বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আলী আকবর বলেন, প্রশাসনিক অতি গুরত্বপূর্ণ পদগুলোতে শিক্ষকদের নিয়োগ দেওয়া ভিসির একার কোনো সিদ্ধান্ত নয়। প্রশাসনের সকল দিক বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ সমুন্নত রাখতে যোগ্য ব্যক্তিদেরকেই বাঁচাই করে নিয়োগ দেওয়া হয়েছে। এক্ষেত্রে ওই শিক্ষকদের যোগ্যতা, দক্ষতা এবং কাজের প্রতি আন্তরিকতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। এখানে কোন একটি নির্দিষ্ট অনুষদ বিবেচনা করার প্রশ্নই আসে না।

 

রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
  • ২৪ জানুয়ারি ২০২৬
আইসিজেতে রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে অভিহিত করায় তীব্র প্রত…
  • ২৪ জানুয়ারি ২০২৬
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের বরিশাল সফরের তারিখ পেছাল
  • ২৪ জানুয়ারি ২০২৬
পে স্কেলের প্রজ্ঞাপন জারি না করলে আন্দোলন ছড়িয়ে পড়বে: আজিজি
  • ২৪ জানুয়ারি ২০২৬
মেঘনায় জেলেদের জালে ধরা পড়ল ৪০ কেজির বিরল প্রজাতির কচ্ছপ
  • ২৪ জানুয়ারি ২০২৬