কৃষিমন্ত্রিকে সম্মাননা দেবে বাকৃবি

০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:০৬ PM
বাকৃবিতে সংবাদ সম্মেলন

বাকৃবিতে সংবাদ সম্মেলন © টিডিসি ফটো

কৃষিবিদ দিবস উপলক্ষে ১৩ফেব্রুয়ারি দেশবরেণ্য দুই কৃষিবিদকে সম্মাননা দেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। দুই কৃষিবিদ হলেন কৃষিমন্ত্রী কৃষিবিদ ড. আব্দুর রাজ্জাক ও সংসদ সদস্য কৃষিবিদ আব্দুল মান্নান।

বুধবার  দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আলী আকবর।

উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর আরও বলেন, ২০১১ সাল থেকে প্রতিবছরই সারাদেশের মত বাকৃবিতে কৃষিবিদ দিবস পালিত হয়ে আসছে। এবারেও বর্ণাঢ্য আয়োজনে দিবসটি পালন করবে বিশ্ববিদ্যালয়। দিবসটিতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু স্মৃতি চত্বরে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‌্যালি, কৃতি অ্যালমানাই সংবর্ধনা, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে কৃষি উন্নয়ন অগ্রযাত্রা ত্বরান্বিত ও সংহত করার ক্ষেত্রে করণীয় নির্ধারণ বিষয়ক জাতীয় সেমিনার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এছাড়াও দিবসটিতে দেশের দুই বরেণ্য কৃষিবিদকে সম্মাননা দেবে বিশ্ববিদ্যালয় পরিবার।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মাহফুজুল বারী, হাওর ও চর উন্নয়ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. রকিবুল ইসলাম খান, বাকৃবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী সম্পাদক বদিউজ্জামান বাদশা, যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. এ. কে. এম. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক সারোয়ার মুর্শেদ আকন্দ এবং বাকৃবি শাখা ছাত্রলীগের সভাপতি সবুজ কাজী ও সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল।

উল্লেখ্য, দেশের জন্য কৃষিবিদদের গুরত্ব বুঝতে পেরেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ১৯৭৩ সালের ১৩ ফেব্রুয়ারি বাকৃবি চত্বরে দাঁড়িয়ে কৃষিবিদদের প্রথম শ্রেণীর মর্যাদা প্রদান করেন। এই ঘটনাকে কেন্দ্র করে ২০১০ সালের ২৭ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) এক সাধারণ সভায় ১৩ ফেব্রুয়ারিকে কৃষিবিদ দিবস হিসেবে ঘোষণা করা হয়।

রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ
  • ২৪ জানুয়ারি ২০২৬
আইসিজেতে রোহিঙ্গাদের ‘বাঙালি’ হিসেবে অভিহিত করায় তীব্র প্রত…
  • ২৪ জানুয়ারি ২০২৬
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির
  • ২৪ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের বরিশাল সফরের তারিখ পেছাল
  • ২৪ জানুয়ারি ২০২৬
পে স্কেলের প্রজ্ঞাপন জারি না করলে আন্দোলন ছড়িয়ে পড়বে: আজিজি
  • ২৪ জানুয়ারি ২০২৬
মেঘনায় জেলেদের জালে ধরা পড়ল ৪০ কেজির বিরল প্রজাতির কচ্ছপ
  • ২৪ জানুয়ারি ২০২৬