খুকৃবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে ফাহিম-আদিব 

সভাপতি আহনাফ আজমাঈন খান ফাহিম ও সাধারণ সম্পাদক তৌহিদুল আকবর আদিব।
সভাপতি আহনাফ আজমাঈন খান ফাহিম ও সাধারণ সম্পাদক তৌহিদুল আকবর আদিব।  © টিডিসি ফটো

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (কেএইউডিএস) ২০২৫-২৬ এর পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। কমিটির সভাপতির দায়িত্বে ভেটেরিনারি, এনিমেল এন্ড বায়োমেডিক্যাল সাইন্সেস অনুষদের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী আহনাফ আজমাঈন খান ফাহিম ও সাধারণ সম্পাদকের দায়িত্বে ফিশারিজ অ্যান্ড ওশান সাইন্সেস অনুষদের একই বর্ষের শিক্ষার্থী তৌহিদুল আকবর আদিব।

আজ মঙ্গলবার (১১ মার্চ) এই কমিটি অনুমোদিত হয়। 

৩৫ সদস্যের কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ-সভাপতি আদিত্য শাফি চন্দ্র, অতিরিক্ত সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌসী মিতি, সাংগঠনিক সম্পাদক আজমিন জাহান, দপ্তর সম্পাদক ফারজানা তরফদার, সহকারী দপ্তর সম্পাদক মো. সাকিব খান, কোষাধ্যক্ষ নওশিন জোবাইদা, অনলাইন ব্যবস্থাপনা সম্পাদক এস. এম. ফুয়াদ হাসান, কো-অনলাইন ব্যবস্থাপনা সম্পাদক মো. সাফিউজ জামান, যোগাযোগ সম্পাদক আজরি রহমতি, পাবলিকেশন অফিসার ফারিহা রায়হানা নিশাত, ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক মো. আবু হুরাইরা, কো-ইভেন্ট ব্যবস্থাপনা সম্পাদক নাহিয়ান উল্লাহ নিশাত, ভলান্টিয়ার ইনচার্জ- মো. মাকসুদুল আমিন শাহীন, মো. ইমন ইবনে তারিক ও মোছা. আয়েশা।

উল্লেখ্য, ২০২২ সালে “থিংক ডিফারেন্ট, মেক ডিফারেন্স” (Think different, make difference) এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি। প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন পর্যায়ে বিতর্ক অনুষ্ঠানে মেধার স্বাক্ষর রেখে আসছে এই ডিবেটিং সোসাইটি।


সর্বশেষ সংবাদ