শেকৃবির সব হলের রিডিং রুমে হাইস্পিড ওয়াই-ফাই সংযোগ

২৫ নভেম্বর ২০২৪, ১২:১৯ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:২২ PM
শেকৃবির সব হলের রিডিং রুমে হাইস্পিড ওয়াই-ফাই সংযোগ দেওয়া হয়

শেকৃবির সব হলের রিডিং রুমে হাইস্পিড ওয়াই-ফাই সংযোগ দেওয়া হয় © টিডিসি

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের সাতটি আবাসিক হলের রিডিং রুমে একযোগে হাইস্পিড ওয়াই-ফাই সংযোগ প্রদান করা হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ হলটিতে ওয়াই-ফাই সংযোগ প্রদানের মাধ্যমে এর উদ্বোধন করেন।

রবিরার (২৪ নভেম্বর ) বিকেল সাড়ে তিনটায় নবাব সিরাজ উদ্ দ্দৌলা হলের রিডিং রুমে এ উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ। আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. জামিলুর রহমানের সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের অতিরিক্তি পরিচালক অধ্যাপক মো. মাহবুবুল আলম, পিএইচডির সঞ্চালনায় অনুষ্ঠানটি সূচনা করা হয়। 

এতে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন ও কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার উপস্থিত ছিলেন। এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস বিভাগের পচিালক প্রফেসর ড. মো. ছরোয়ার হোসেন, অর্থ ও হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. এ কে এম রুহুল আমিন, সাউরেস এর পরিচালক অধ্যাপক ড. মো. আমিনুজ্জামান ও ৭টি হলের প্রভোস্টবৃন্দ।

আরও পড়ুন: অসচ্ছল শিক্ষার্থীর ভর্তির দায়িত্ব নিলেন শেকৃবি ছাত্রদল নেতা শরীফ

বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ আবুল বাশার শিক্ষার্থীদের ওয়াই-ফাইকে শিক্ষা ও গবেষণার কাজে ব্যবহার করার উপদেশ দেন। এ সময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেন বলেন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়কে ডিজিটালাইজড করার লক্ষ্যে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার যেন এ বিশ্ববিদ্যালয়ের জন্য আশীর্বাদ বয়ে আনে এ আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

শেকৃবির উপাচার্য বলেন, ‘আমি উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পরই শিক্ষার্থীদের কথা দিয়েছিলাম যে তাদের জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার সহজলভ্য করব। সে প্রতিশ্রুতির অংশ হিসেবে এ হাই-স্পিড ওয়াইফাই সংযোগ প্রদান করা হলো। আগামী দিনে পর্যায়ক্রমে হলের প্রতিটি কক্ষ ও শ্রেণিকক্ষে ওয়াই-ফাই সংযোগ প্রদান করা হবে।’

সঠিক সময়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে: স্বাস্থ্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তিতে কত আবেদন পড়ল, জানালেন চেয়ারম্যান
  • ১৯ জানুয়ারি ২০২৬
কুড়িগ্রাম সরকারি কলেজ রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক হলেন দ্য …
  • ১৯ জানুয়ারি ২০২৬
শান্তর নেতৃত্বের প্রশংসায় পঞ্চমুখ জিমি নিশাম
  • ১৯ জানুয়ারি ২০২৬
মুহূর্তেই পদ্মা সেতুর টোল পরিশোধ করা যাচ্ছে নগদের মাধ্যমে
  • ১৯ জানুয়ারি ২০২৬
ইভ্যালির রাসেল ও তার স্ত্রীর সশ্রম কারাদণ্ড
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9