নিজ বিশ্ববিদ্যালয়ে চাকরি পেলেন হাবিপ্রবির ১১ সাবেক শিক্ষার্থী, ৬ জনই ছাত্রলীগের

০৩ জুলাই ২০২৪, ০৬:২৭ PM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০২ PM
শেখ শাহ আসাদুল্লাহ সালেহীন সৌরভ, মো. রাব্বি শেখ, মোরশেদুল আলম রনি, ইলিয়াস কাঞ্চন ও মো. শফিকুল ইসলাম

শেখ শাহ আসাদুল্লাহ সালেহীন সৌরভ, মো. রাব্বি শেখ, মোরশেদুল আলম রনি, ইলিয়াস কাঞ্চন ও মো. শফিকুল ইসলাম © ফাইল ফটো

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নবম ও দশম গ্রেডের কর্মকর্তা পদে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়টির ১১ জন সাবেক শিক্ষার্থী। এরমধ্যে ৬ জনই ছাত্রলীগের নেতাকর্মী। সম্প্রতি তারা বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন।

সেখানে নিয়োগ পেয়েছেন শাখা ছাত্রলীগের বর্তমান কমিটির ১নং সহ-সভাপতি মো. মোরশেদুল আলম রনি, ৩নং সহ-সভাপতি শেখ শাহ আসাদুল্লাহ সালেহীন সৌরভ এবং ১৬নং সহ-সভাপতি মো. রাব্বি শেখ। এছাড়া নিয়োগ পেয়েছেন শাখা ছাত্রলীগের কর্মী মো. মোজাক্কির হোসেন, ইলিয়াস কাঞ্চন ও মো. শফিকুল ইসলাম।

জানা যায়, গত ৮ জুন অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ৫৬তম সভায় মোট ১৬ জন নবম ও দশম গ্রেডের কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মধ্যে ১১ জনই বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২৫ বছরের ইতিহাসে নিজ ক্যাম্পাস থেকে নিয়োগ পাওয়ার সংখ্যা এটিই সর্বোচ্চ বলে জানা গেছে।

জানা যায়, নবম গ্রেডে ফিল্ড এক্সটেনশন অফিসার (কৃষি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২০১৩ শিক্ষাবর্ষের শেখ শাহ আসাদুল্লাহ সালেহীন সৌরভ, ফিল্ড এক্সটেনশন অফিসার (লাইভস্টক) হিসেবে নিয়োগ পেয়েছেন ভেটেরিনারী এন্ড এনিমেল সায়েন্স অনুষদের ২০১৫ শিক্ষাবর্ষের মো. মোজাক্কির হোসেন, ফিল্ড এক্সটেনশন অফিসার (ফিসারিজ) হিসেবে নিয়োগ পেয়েছেন ফিশারিজ অনুষদের ২০১৬ শিক্ষাবর্ষের মো. রাব্বি শেখ, ফিল্ড এক্সটেনশন অফিসার (কমিউনিকেশন এন্ড ফার্মার্স ট্রেনিং) হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি অনুষদের ২০১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খালেদা আকতার।

এছাড়াও সেকশন অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন ফুড এন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৪ শিক্ষাবর্ষের মো. ইলিয়াস কাঞ্চন, ইংরেজি বিভাগের ২০১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শফিকুল ইসলাম।

দশম গ্রেডে উপসহকারী খামার তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি অনুষদের ২০১৪ শিক্ষাবর্ষের মো. তানভীর আবেদীন। প্রশাসনিক কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন বিজনেস স্টাডিজ অনুষদের ২০১৪ শিক্ষাবর্ষের মো. শাহ আলম, কৃষি অনুষদের ২০১১ শিক্ষাবর্ষের শাহরিয়ার জাহান, মো. মোখলেসুর রহমান এবং ফুড এন্ড প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৩ ব্যাচের শিক্ষার্থী মো. মোরশেদুল আলম।

নিজ ক্যাম্পাসে চাকরির সুযোগ পেয়ে আনন্দ প্রকাশ করছেন সবাই। তারা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, বিশ্ববিদ্যালয় আমাদের কাছে দ্বিতীয় পরিবার। আমরা সৌভাগ্যবান এই ক্যাম্পাসেই থাকার সুযোগ পেয়েছি সেই সাথে উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান স্যারের প্রতি কৃতজ্ঞতা আমাদের ওপর ভরসা করেছেন সুযোগ দিয়েছেন। নিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়োগগুলোতে সুযোগ দিলে বিশ্ববিদ্যালয় দ্রুত এগিয়ে যাবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে নবম গ্রেডে মেডিকেল অফিসার হিসেবে শাহ ওয়াদ্ফা আলম ও শরীরচর্চা শিক্ষা বিভাগের সহকারী পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. রাসেল ইসলাম। দশম গ্রেডে সহকারী নিরাপত্তা কর্মকর্তা হিসেবে মো. সালমান তাইফ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কৌশিক বোস ও তাসকিনা জাহান নিয়োগ পেয়েছেন।

‘হ্যাঁ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই’
  • ১৭ জানুয়ারি ২০২৬
বড় নিয়োগ বিজ্ঞপ্তি মিনিস্টার হাই-টেক পার্কে, পদ ৫০, আবেদন অ…
  • ১৭ জানুয়ারি ২০২৬
ভারতীয় অধিনায়কের সঙ্গে হাত মেলাননি বাংলাদেশি সহ-অধিনায়ক, প্…
  • ১৭ জানুয়ারি ২০২৬
রিলেশনশিপ অফিসার নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, আবেদন শেষ ২…
  • ১৭ জানুয়ারি ২০২৬
পুরান ঢাকায় জুতার কারখানায় আগুন
  • ১৭ জানুয়ারি ২০২৬
ফেনী-১ আসনের বিএনপি-জামায়াত প্রার্থীকে শোকজ
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9