বাকৃবিতে ২৭৮ কোটি ২৩ লাখ টাকার বাজেট অনুমোদন

২৫ সেপ্টেম্বর ২০১৮, ০৭:০৪ PM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২০১৮-১৯ অর্থ বছরের জন্য ২৭৮ কোটি ২৩ লাখ টাকার বাজেট অনুমোদন করা হয়েছে। মঙ্গলবার বাকৃবি জনসংযোগ ও প্রকাশনা দপ্তর হতে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট অনুমোদিত ওই বাজেট প্রকাশ করা হয়।

জানা গেছে, এই অর্থ বছরের জন্য ৩৫৭ কোটি ৫৯ লাখ টাকা চাহিদার বিপরীতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ২৭৮ কোটি ২৩ লাখ টাকার টাকার সিলিং নির্ধারণ করে দেয়। যার মধ্যে সরকারি অনুদান হিসাবে ২৬৭ কোটি ৭৩ লাখ এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব খাত থেকে আয় হিসেবে ১০ কোটি ৫০ লাখ টাকা নির্ধারণ করা হয়। তবে গত অর্থ বছরে বিশ্ববিদ্যালয়ে এই বাজেটের পরিমাণ ছিল মোট ২৮২ কোটি ৪২ লাখ টাকা। যা এবছরের তুলনায় ৪ কোটি ১৯ লক্ষ টাকা বেশি।

এ বছরের বাজেটে দেখা যায়, শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা খাতে ১৪৮ কোটি ৩৫ লাখ টাকা এবং পেনশন খাতে ৮১ কোটি ৮০ লাখ টাকা ধার্য করা হয়েছে। যা মোট বাজেটের ৮২ দশমিক ৭১ শতাংশ । এ ছাড়া কন্টিনজেন্সি খাতে ৪৬ কোটি ২৩ লাখ টাকা ও বিশেষ বরাদ্দ হিসেবে ১ কোটি ৮৫ লাখ টাকা ধার্য করা হয়েছে। গত বছরের বাজেটে শিক্ষা ও গবেষণা খাতে ব্যয় ধরা হয়েছিল মোট বাজেটের মাত্র সাড়ে ৬ শতাংশ। তবে এ বছর শিক্ষা ও গবেষণা খাতে টাকার পরিমাণ স্পষ্টভাবে উল্লেখ করা হয় নি।

বিএনপির আরেক বিদ্রোহী প্রার্থী বহিষ্কার, দলে ফিরল দুজন
  • ২৪ জানুয়ারি ২০২৬
ধর্ম ও বিকাশ দিয়ে ভোট কেনা আচরণবিধির লঙ্ঘন নয়—প্রশ্ন রিজভ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
‘সাম্রাজ্যবাদী’ এজেন্ডা: ট্রাম্পের গাজা উন্নয়ন পরিকল্পনা আস…
  • ২৪ জানুয়ারি ২০২৬
জুলাই আন্দোলনে হামলার মামলায় কক্সবাজারে ইউপি চেয়ারম্যান গ্র…
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রথমবারের মতো ত্রিপক্ষীয় বৈঠকে ইউক্রেন, রাশিয়া ও যুক্তরাষ্…
  • ২৪ জানুয়ারি ২০২৬
এইচএসসির সময় মা’র মৃত্যু, জিপিএ-৫ না থেকেও মনিরের ঢাবিতে চা…
  • ২৪ জানুয়ারি ২০২৬