বাকৃবির খামারে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটি গঠন
- বাকৃবি প্রতিনিধি
- প্রকাশ: ০৪ মার্চ ২০২৪, ০৭:৩৬ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৪৫ AM
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) খামার ব্যবস্থাপনা শাখার সামনে থাকা খড়ের গাদায় আগুন লেগে পুড়ে যাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে। সোমবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের খামারে আগুন লাগার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠিত হয়। কমিটিকে আগামী ৫ কর্মদিবসের মধ্য তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলা হয়েছে।
খামার ব্যবস্থাপনা শাখার উপ প্রধান খামার তত্ত্বাবধায়ক মো. জিয়াউর রহমান জানান, এঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে। কমিটিতে খামার ব্যবস্থাপনা শাখার এডিশনাল রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীনকে আহ্বায়ক করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহকারী রেজিস্ট্রার মো. আব্দুর রাজ্জাক, উপ-প্রধান খামার তত্ত্বাবধায়ক মো জিয়াউর রহমান এবং মো. আসাদুল হক।
তিনি আরও জানান, পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্যে বলা হয়েছে। আগামিকাল কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ৩ মার্চ রোববার বিকাল সাড়ে ৪ টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে বিকাল ৫ টার দিকে আগুন সমস্ত গাদায় ছড়িয়ে পড়ে পরতে থাকে। পরে এক ঘন্টার বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানান ফায়ার সার্ভিস লিডার জাকারিয়া।