বাকৃবিতে রেললাইনের ক্লিপ খোলার ঘটনায় আটক এক

২৫ নভেম্বর ২০২৩, ০৪:৩৭ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:৪০ PM
বাকৃবিতে খুলে ফেলা রেললাইনের ক্লিপ

বাকৃবিতে খুলে ফেলা রেললাইনের ক্লিপ © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মধ্য দিয়ে যাওয়া ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচলকারী রেললাইন থেকে প্রায় ৫০ থেকে ৬০ পিস রেলওয়ে ক্লিপ এবং ছয়টি প্লেস প্লেট খুলে ফেলার ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ঘটনাটি ঘটে। এই ঘটনায় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি মো. শাহ কামাল। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিশু মোর্শেদ তার বন্ধু সাদাব, আদিত্য এবং আবিরের সাথে হলের রাস্তা ধরে বিশ্ববিদ্যালয়ের আব্দুল জব্বার মোড়ের দিকে যাচ্ছিলেন। ওই সময় তারা দুজন অচেনা ব্যক্তিকে রেললাইনের দিক থেকে বস্তায় করে কিছু নিয়ে আসতে দেখেন। লোকটি হাত থেকে বস্তা নামিয়ে রাখলে লোহার শব্দ পাওয়ায় মিশু মোর্শেদ কৌতূহলী হয়ে অচেনা ওই লোকদের জিজ্ঞাসাবাদ শুরু করেন। লোকদুটি বস্তায় তাদের নিজস্ব জিনিস নিয়ে যাচ্ছিলেন বলে দাবি করেন। এসময় মিশু সন্দেহের কারণে জোড় করে বস্তায় হাত দিয়ে বুঝতে পারেন সেগুলো রেললাইনের ইলাস্টিক ক্লিপ।

আরও পড়ুন: ছাত্রলীগের ১০ নেতা-কর্মীসহ শাস্তি পেলেন রাবির ৪৬ শিক্ষার্থী

এবিষয়ে জানতে চাইলে মিশু মোর্শেদ বলেন, ওই লোকদের জেরা করার মাঝেই বাকৃবি ছাত্রলীগ সভাপতি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে মুঠোফোনে বিষয়টি জানিয়েছিলাম। এসময় ওই দুজন বস্তা ফেলে পালিয়ে যেতে লাগলে ধাওয়া করে একজনকে ধরতে পারলেও আরেকজন পালিয়ে যায়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্যরা এসে ওই দুর্বৃত্তকে পুলিশের কাছে হস্তান্তর করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. শফিকুর রহমান শিশির বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের জানালে আমরা দ্রুত সেখানে পৌঁছাই এবং তাকে পুলিশ ক্যাম্পে নিয়ে আসি। পরে তাদেরকে ময়মনসিংহ কোতোয়ালি থানায় পাঠিয়ে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের পুলিশ ক্যাম্পের এসআই লুৎফর রহমান জানান, আটক করা ওই ব্যক্তির নাম অপু (৪০)। বিশ্ববিদ্যালয়ের শেষমোড় এলাকার বাসিন্দা কুতুবউদ্দিনের ছেলে সে।
 
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি মো. শাহ কামাল বলেন, ওই দুর্বৃত্তকে আমরা জি.আর.পি. থানা পুলিশের কাছে হস্তান্তর করেছি। তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আর ক্লিপ খুলে নেওয়ার জন্য ট্রেন চলাচলে কোনো অসুবিধা হয়নি। রেললাইন তাৎক্ষনিক মেরামত করে দেওয়া হয়েছে।

এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড— গ্রিল কেটে নেতাকে হত্যার প্র…
  • ১৪ জানুয়ারি ২০২৬
আজ ঢাকায় আসছে বিশ্বকাপের ট্রফি, দেখবেন যেভাবে
  • ১৪ জানুয়ারি ২০২৬
শাকসু ও ব্রাকসু নির্বাচন আয়োজনে সহযোগিতা করবে ইসি: সাদিক কা…
  • ১৪ জানুয়ারি ২০২৬
ইউনেস্কো পার্টিসিপেশন প্রোগ্রাম ২০২৬–২০২৭: প্রকল্প প্রস্তাব…
  • ১৪ জানুয়ারি ২০২৬
বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে দিল্লি, ঢাকা কত?
  • ১৪ জানুয়ারি ২০২৬
গণভোটে 'হ্যাঁ' ভোটের প্রচারণা, অন্তর্বর্তী সরকারের ভূমিকা…
  • ১৪ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9