মেডিকেল ভর্তিতে কমতে পারে হাজারের বেশি আসন

২০ অক্টোবর ২০২৫, ০৭:০১ PM , আপডেট: ২০ অক্টোবর ২০২৫, ০৭:১৪ PM
মেডিকেল শিক্ষার্থী

মেডিকেল শিক্ষার্থী © এআই জেনারেটেড ছবি

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এক হাজারের বেশি আসন কমানোর প্রস্তাব করা হয়েছে। আগামী সপ্তাহে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠেয় সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বর্তমানে দেশে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৩৮০টি আসন রয়েছে। আর ৭২টি বেসরকারি মেডিকেল কলেজে আসন রয়েছে ৬ হাজার ৫৫৭টি।

মেডিকেল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির এক সূত্র জানিয়েছে, সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে মোট এক হাজার ২০০ আসন কমানোর প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে সরকারি মেডিকেল কলেজে ৬০০ এবং বেসরকারি মেডিকেল কলেজে ৬০০ আসন কমানোর প্রস্তাব করেছে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির এক সদস্য দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকার মানুষকে দেখানোর জন্য যত্রতত্র মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছিল। এসব মেডিকেল কলেজের শিক্ষার মান নেই, সক্ষমতা নেই। এজন্য মানহীন এবং সক্ষমতা নেই এমন মেডিকেল কলেজ থেকে আসন কমানোর প্রস্তাব করা হয়েছে। প্রস্তাব অনুমোদন হলে এটি বাস্তবায়ন হবে।’

এদিকে মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষায় রসায়ন এবং পদার্থ বিজ্ঞানের নম্বর কমানোর প্রস্তাব করা হয়েছে। এই নম্বর সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলিতে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। 

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির একটি সূত্র জানিয়েছে, নতুন প্রস্তাবনা অনুযায়ী এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা একইদিনে একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার নম্বর বন্টন পরিবর্তনে দুটি প্রস্তাব করা হয়েছে। একটি প্রস্তাবে রসায়নে ৫ নম্বর কমিয়ে ২০, পদার্থ বিজ্ঞানে ৫ নম্বর কমিয়ে ১৫ করার প্রস্তাব করা হয়েছে। এই দুটি বিষয় থেকে ১০ নম্বর কমিয়ে ওই নম্বর সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলিতে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ এ প্রস্তাবে সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলি বিষয়ে ২০ নম্বর করার কথা বলা হয়েছে। রসায়ন এবং ইংরেজিতে আগের মতোই ৩০ এবং ১৫ থাকবে।

নম্বর বন্টন পরিবর্তনের আরেকটি প্রস্তাবে কেবলমাত্র পদার্থ বিজ্ঞান বিষয় থেকে ৫ নম্বর কমিয়ে সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলিতে যুক্ত করার কথা বলা হয়েছে। অর্থাৎ এই প্রস্তাবে সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলিতে ১৫ নম্বরের পরীক্ষা হবে। এছাড়া জীববিজ্ঞান, রসায়ন এবং ইংরেজিতে আগের মতোই যথাক্রমে ৩০, ২৫ এবং ১৫ নম্বরের পরীক্ষা নেওয়ার প্রস্তাব করা হয়েছে।
 
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘রসায়ন এবং পদার্থ বিজ্ঞান থেকে ৫ নম্বর করে অথবা কেবল পদার্থ বিজ্ঞান থেকে ৫ নম্বর কমিয়ে তা সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলিতে যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। আগামী সপ্তাহে আমাদের একটি সভা রয়েছে। ওই সভায় বিষয়টি চূড়ান্ত করা হবে। এর আগে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।’

রাবির ‘সি’ ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রত…
  • ১৬ জানুয়ারি ২০২৬
জামায়াত বনাম ইসলামী আন্দোলন: ভোট-জরিপে কার অতীত কেমন?
  • ১৬ জানুয়ারি ২০২৬
বিপিএলের স্থগিত ম্যাচের টিকিট নিয়ে দর্শকদের জন্য সুখবর দিল …
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাবিপ্রবিতে প্রক্টরীয় ও শৃঙ্খলা সংক্রান্ত নীতিমালা নিয়ে ব…
  • ১৬ জানুয়ারি ২০২৬
ট্রাম্পকে নিজের নোবেল পদক উপহার দিলেন মাচাদো
  • ১৬ জানুয়ারি ২০২৬
এমআইএসটি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9